টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহতের নাম আবুল কাশেম (৪৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার পাতশি গ্রামের নুর হোসেনের ছেলে। নিহত কাশেম টঙ্গীর নোমান ফেব্রিকস লিমিটেড কারখানায় সুপারভাইজার পদে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে মরকুন এলাকার মৃত আমিনুল হকের ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, বুধবার রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন কাশেম। এ সময় ওই এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুন নাহার জান্নাত বলেন, ‘মরদেহের বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়।’
মৃত কাশেমের শ্যালক সোলাইমান বলেন, ‘গত কয়েক মাস আগে কারখানার এক শ্রমিক কাজে অবহেলা করলে কর্তৃপক্ষকে জানালে ওই শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাশেমকে হত্যার হুমকি দেন ওই শ্রমিক। ওই শ্রমিকের নাম আমরা জানি না। গতকাল রাতে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা মামলা করব।’
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহতের নাম আবুল কাশেম (৪৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার পাতশি গ্রামের নুর হোসেনের ছেলে। নিহত কাশেম টঙ্গীর নোমান ফেব্রিকস লিমিটেড কারখানায় সুপারভাইজার পদে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে মরকুন এলাকার মৃত আমিনুল হকের ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, বুধবার রাতে কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন কাশেম। এ সময় ওই এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরুন নাহার জান্নাত বলেন, ‘মরদেহের বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় আনা হয়।’
মৃত কাশেমের শ্যালক সোলাইমান বলেন, ‘গত কয়েক মাস আগে কারখানার এক শ্রমিক কাজে অবহেলা করলে কর্তৃপক্ষকে জানালে ওই শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে কাশেমকে হত্যার হুমকি দেন ওই শ্রমিক। ওই শ্রমিকের নাম আমরা জানি না। গতকাল রাতে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা মামলা করব।’
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস্তা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলা মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের একটি রাস্তায় এ প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। স্থানীয় লোকজন বলছেন, প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করেছে একটি পক্ষ। অর্ধশত বছরের পুরোনো রাস্তাটিতে হঠাৎ প্রাচীর নির্মাণ করা হলে...
১ ঘণ্টা আগেবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) দুজন প্রকল্প পরিচালকের (পিডি) দুটি দরপত্র প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই শতাধিক ঠিকাদার। জানা গেছে, দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে তাঁরা কয়েক হাজার শিডিউল কিনেছিলেন। প্রতিটি শিডিউলের মূল্য ছিল এক হাজার টাকা। এই টাকা আ
৮ ঘণ্টা আগে