সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তাঁর নির্বাচনী এলাকার মানুষদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে এলাকায় ভোটের পরিমাণ বেশি হবে, সেখানে উন্নয়ন বেশি করবেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন সভাপতিত্ব করেন। একই দিনে স্বাস্থ্যমন্ত্রী ভাঙ্গাবাড়ি ও বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আরও দুটি নির্বাচনী পথসভায় অংশ নেন।
বালিয়াটি ইউনিয়নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সাটুরিয়ায় আরও উন্নয়ন দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। যে এলাকায় বেশি ভোট দেবে, সেই এলাকা বেশি উন্নয়ন করা হবে। মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দিয়েছি। চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জেই সেই উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি।’
জাহিদ মালেক বলেন, ‘বিএনপি জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ধ্বংসের রাজনীতি করে। তারা দেশের ভালো চাই না। কয়েক দিন পরই শুরু হবে বই উৎসব। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই তুলে দেবে। বিএনপি জামায়াত সেই বইয়ের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ট্রেনের লাইন কেটে ও পেট্রল ঢেলে মানুষ হত্যা করছে বিএনপি–জামায়াত জোট। ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে তারা। জনগণের সম্পদ পুড়িয়ে নষ্ট করছে।
পথ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রী লীগের সভাপতি শামীম হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তাঁর নির্বাচনী এলাকার মানুষদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে এলাকায় ভোটের পরিমাণ বেশি হবে, সেখানে উন্নয়ন বেশি করবেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন সভাপতিত্ব করেন। একই দিনে স্বাস্থ্যমন্ত্রী ভাঙ্গাবাড়ি ও বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আরও দুটি নির্বাচনী পথসভায় অংশ নেন।
বালিয়াটি ইউনিয়নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সাটুরিয়ায় আরও উন্নয়ন দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। যে এলাকায় বেশি ভোট দেবে, সেই এলাকা বেশি উন্নয়ন করা হবে। মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দিয়েছি। চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জেই সেই উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি।’
জাহিদ মালেক বলেন, ‘বিএনপি জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ধ্বংসের রাজনীতি করে। তারা দেশের ভালো চাই না। কয়েক দিন পরই শুরু হবে বই উৎসব। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই তুলে দেবে। বিএনপি জামায়াত সেই বইয়ের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ট্রেনের লাইন কেটে ও পেট্রল ঢেলে মানুষ হত্যা করছে বিএনপি–জামায়াত জোট। ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে তারা। জনগণের সম্পদ পুড়িয়ে নষ্ট করছে।
পথ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রী লীগের সভাপতি শামীম হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
১০ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
১৫ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
১৫ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
২২ মিনিট আগে