নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ইউপি সদস্য দৌলত হোসেন হত্যার ঘটনায় ১৬ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন।
এর আগে, গত ৯ মে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য হলে তদন্তকারী সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষ জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সব আসামিকে ১দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
নিহত ইউপি সদস্য দৌলত নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা ছিল।
মামলার আসামিরা হলেন রুবেল (৩৭), ইমরান (৩৪), রানা (৩০), হিমেল ওরফে হিমু (২৫), শাওন (৩০), ফাহাদ (২৬), তাওলাদ হোসেন (৩৫), আমির হোসেন (৩৭), আবু রায়হান ওরফে রিহান (২৩), হাবিবুর রহমান হাবিব (৩৮), সাদ্দাম (৩২), শুভ মিয়া (২৪), মাসুদ রানা (৪২), নাজির (৫৬), রাসেল (৩৮) ও নাজমুল (২২)।
এদিন আসামিরা আদালতে উপস্থিত হলে আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে হাতাহাতি করতে দেখা যায়। উপস্থিত সংবাদকর্মীরা আসামিদের ছবি তুলতে গেলে আসামিপক্ষের লোকজন তাদের বাধা দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী সংস্থা সিআইডি সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিন রিমাণ্ড মঞ্জুর করেন। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ২০২২ সালের ২৬ জুন আসামিরা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করে।
নারায়ণগঞ্জে ইউপি সদস্য দৌলত হোসেন হত্যার ঘটনায় ১৬ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন।
এর আগে, গত ৯ মে আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ সোমবার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য হলে তদন্তকারী সংস্থা সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষ জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর সব আসামিকে ১দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
নিহত ইউপি সদস্য দৌলত নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা ছিল।
মামলার আসামিরা হলেন রুবেল (৩৭), ইমরান (৩৪), রানা (৩০), হিমেল ওরফে হিমু (২৫), শাওন (৩০), ফাহাদ (২৬), তাওলাদ হোসেন (৩৫), আমির হোসেন (৩৭), আবু রায়হান ওরফে রিহান (২৩), হাবিবুর রহমান হাবিব (৩৮), সাদ্দাম (৩২), শুভ মিয়া (২৪), মাসুদ রানা (৪২), নাজির (৫৬), রাসেল (৩৮) ও নাজমুল (২২)।
এদিন আসামিরা আদালতে উপস্থিত হলে আদালত প্রাঙ্গণে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে হাতাহাতি করতে দেখা যায়। উপস্থিত সংবাদকর্মীরা আসামিদের ছবি তুলতে গেলে আসামিপক্ষের লোকজন তাদের বাধা দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্তকারী সংস্থা সিআইডি সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিন রিমাণ্ড মঞ্জুর করেন। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। ২০২২ সালের ২৬ জুন আসামিরা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করে।
আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। ‘মার্চ ফর খিলাফাহ’ নামে এই বিক্ষোভ সমাবেশ পালনের পরিকল্পনা করার সংবাদে এরই মধ্যে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. নিজাম হাওলাদারসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক টি হায়দার সজীবকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রমজানুল মোরশেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারীপুল অংশের লেকের পানিতে ভাসছিল মরদেহটি।
৩৩ মিনিট আগে