টাঙ্গাইলে আ.লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১০: ৩৬
Thumbnail image

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেলাল হোসেন নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সন্ধ্যায় তাঁরা টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে এই অবরোধ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বানিয়াজানের ব্যবসায়ী রনি হাসানের সঙ্গে বানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে হামলা-মামলার ঘটনাও ঘটেছে। গতকাল রোববার রনি হোসেনের সঙ্গে বেলাল হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রনি হোসেন ধনবাড়ী থানায় অভিযোগ করেন।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ধনবাড়ী থানার পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর কর্মী-সমর্থকেরা বিকেলেই ধনবাড়ী থানা চত্বরে গিয়ে বিক্ষোভ করেন এবং সন্ধ্যা পর্যন্ত তাঁকে ছেড়ে না দেওয়ায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।

স্থানীয় যুবলীগের কর্মী তমাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৯ মার্চ সন্ধ্যায় ব্যবসায়ী রনি হাসান তাঁর সহযোগীদের নিয়ে বেলাল হোসেনের ওপর আক্রমণ করেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় বেলাল হোসেনের দায়ের করা মামলায় রনি হোসেন গ্রেপ্তারের পর সম্প্রতি জামিন নিয়ে আসেন। আজ সোমবার রনি হোসেনের দায়ের করা মামলায় বেলাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করলে স্থানীয় নেতারা ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।’

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বেলাল হোসেনকে থানায় আনার পর তাঁর কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করেন। বিষয়টি বসে মীমাংসার আশ্বাস দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত