Ajker Patrika

ঢাবি শিক্ষক সামিনা লুৎফাকে উদ্দেশ্য করে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ১৮
ঢাবি শিক্ষক সামিনা লুৎফাকে উদ্দেশ্য করে বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফাকে ‘ষড়যন্ত্রমূলক’ ইসলামবিদ্বেষী ট্যাগ দিয়ে জাতীয় শিক্ষাক্রম সংস্কার কমিশন বাতিল করার প্রতিবাদে মিছিল করেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে পাদদেশে এই প্রতিবাদ মিছিল করেন তাঁরা।

প্রতিবাদ মিছিলে সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন ও বর্তমান বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকদের মানসিক ট্রমায় ফেলে দেওয়া হচ্ছে এবং হেইট স্পিচ ছড়ানো হচ্ছে। এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।

সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘শ্রদ্ধেয় শিক্ষক সামিনা লুৎফা সব সময় আমাদের (শিক্ষার্থীদের) পাশে থেকেছেন। গত ১৫ বছর ধরে তাঁরা আমাদের পাশে থেকেছেন। আমাদের এই শিক্ষকেরা যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। ফ্যাসিবাদের বিভিন্ন উপাদান এখনো রয়ে গেছে। মব জাস্টিস তৈরি করে বিদ্বেষ তৈরি করা হচ্ছে। 
‘একইভাবে কামরুল হাসান মামুন, তানজিমউদ্দীন খান ও আনু মহাম্মদ স্যারকে নিয়েও ছড়ানো হয়। এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়।’

একই বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন,‘আমাদের শিক্ষকদের প্রতি উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তার প্রতিবাদ জানাতে এখানে হাজির হয়েছি। আমরা কোনো দল বা মতাদর্শের পক্ষ থেকে এখানে আসিনি। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকেরা আমাদের পাশে সব সময় থেকেছেন। যেকোনো সময়ে তাঁরা বারবার নিগৃহীত হচ্ছেন। আমরা এর সমাধান চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত