সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।
এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।
২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।
২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের হলফনামা অনুযায়ী গত পাঁচ বছরে কমেছে তাঁর সম্পত্তি। নিজের পাশাপাশি স্ত্রীর সম্পদও কমে এসেছে। তবে বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি। এর আগে ২০১৪ সালের চেয়ে ২০১৮ সালে সম্পত্তি বেড়েছিল তাঁর।
এ ছাড়া দুটি গাড়ি ও দুটি অস্ত্র রয়েছে শামীম ওসমানের। তাঁর নামে বিভিন্ন সময় হত্যা, হত্যাচেষ্টা, দাঙ্গা সংঘটনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মামলা ছিল মোট ১৭টি। এর মধ্যে তিনটিতে হাইকোর্টের স্থগিতাদেশ, চারটিতে রাষ্ট্রপক্ষের আবেদনে প্রত্যাহার ও বাকি ১০ মামলায় খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন।
হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, শামীম ওসমানের বর্তমান অস্থাবর সম্পত্তি ৭ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৫৪৭ টাকার; যা ২০১৮ সালে ছিল ১০ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৮৩৯ টাকা।
২০১৮ সালে ৫৬ লাখ টাকা মূল্যমানের টয়োটা ল্যান্ডক্রুজার ভি-৮ গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেছিলেন। এর সঙ্গে এখন আরও যোগ হয়েছে ৮১ লাখ টাকা দামের টয়োটা ল্যান্ডক্রুজার। এ ছাড়া ৩৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল ছিল ২০১৮ সালে। এখন ১ লাখ ৫ হাজার টাকা দামের এনপিবি পিস্তল এবং ১ লাখ ২০ হাজার টাকা দামের ২২ বোরের রাইফেল রয়েছে তাঁর।
২০১৮ সালের সঙ্গে ২০২৩ সালে শামীম ওসমানের ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৭৫০ টাকার সম্পত্তি অপরিবর্তিত রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৩ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১২ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩২ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে