Ajker Patrika

বাস পোড়ানোর মামলা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৯: ৫৫
বাস পোড়ানোর মামলা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

রাজধানীর গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন।

সন্ধ্যার আগে শাহজাহান ওমরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যা। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শায়রুল ইসলাম। 

অপর দিকে, তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন কার্যালয়ের নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাফায়েত হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রীছাউনির সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক বিল্লাল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন। 

মামলায় বাস পোড়ানো ক্ষয়ক্ষতির জন্য দণ্ডবিধির ৪৩৫ ও ৪২৭ ধারার অভিযোগ আনা হয়। একই সঙ্গে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়। 

এ মামলায় আজ ভোরে রাজধানীর একটি বাসা থেকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। 

শাহজাহান ওমরের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীরা শুনানি করেন। 

একপর্যায়ে ব্যারিস্টার শাহজাহান ওমর নিজে শুনানি করেন। তিনি আদালতকে বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। দেশের জানমাল রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আমি কেন নাশকতার সঙ্গে জড়িত হব?’ 

শাহজাহান ওমর আদালতকে বলেন, ‘মিথ্যাভাবে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমাকে আসামি করা হয়েছে।’ তিনি আদালতকে বলেন, ‘এই মামলার এজাহারে আমার নাম নেই। আমি এই নাশকতার সঙ্গে জড়িত নই। গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত নয়। এই মামলার ঘটনাস্থলে আমি যাইনি। অথচ আমাকে আসামি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আদালতকে আমি আশ্বস্ত করতে চাই, আমি জামিন পেলে জামিনের শর্ত ভঙ্গ করব না। আমি পালাব না। কাজেই যেকোনো শর্তে আমাকে জামিন দেওয়া হোক।’ 

আদালত পরে তদন্ত কর্মকর্তাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত