Ajker Patrika

গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৪: ৫৯
গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।

তাতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন। কিন্তু বেলা দেড়টা পর্যন্ত মহাসড়কে অবরোধ অব্যাহত থাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেক্সিমকো পার্কে স্টাফসহ ৪১ হাজার শ্রমিক কাজ করেন। আগে মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দেওয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিকমতো পাচ্ছেন না। এই মাসের বেতন এখন পর্যন্ত দেওয়া হয়নি। যে কারণে তাঁরা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন  শুরু করে। গতকাল শুক্রবার থাকায় আন্দোলন বন্ধ ছিল। আজ শনিবার সকাল সাড়ে ৮ টাকা থেকে তারা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কয়েক মাস ধরে শ্রমিকেরা প্রতি মাসের বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে বেতন আদায় করছেন। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন–ভাতা পরিশোধ করা হয়েছে। কিন্তু মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেতন পাননি।

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত
গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

এ কারণে বেতনের দাবিতে আজ সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে সাড়ে ৮টা থেকে চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নেন। তাতে ওই সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ১০-১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি মাসের বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ আগামীকাল রোববার তারিখ দিয়েছিল। কিন্তু শ্রমিকেরা সেই তারিখ না মেনে মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা কাজ করছেন। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা করা যায়, শিগগিরই সমস্যার সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত