নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই যুবক টিকটকে ১ মিনিট ৩৫ সেকেন্ডের এক ভিডিওতে হামলাকারীর বিচার দাবি করেন।
গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম স্বদেশ সরকার (২৫)। তিনি ওই গ্রামের স্বপন সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, স্বদেশ সরকারের কাছ থেকে একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ (২৫) ১৫০ টাকা ধার নেন। গত রোববার বিকেলে টাকা চাইতে গেলে রিয়াজ তাঁকে বেধড়ক মারপিট করেন। পরে স্বদেশ তাঁর টিকটক অ্যাকাউন্টে ১ মিনিট ৩৫ সেকেন্ড একটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘রিয়াজ আমার কাছ থেকে দেড়’শ টাকা নেছে। তার কাছে টাকা চাই। সে টাকা দেয় না। টাকা না দিয়ে আমারে মুখে ও ঘারে ঘুষি মারছে। বাবুর বাজারে সবার সমানে মারছে। কেউ আমার পক্ষে কথাও বলেনি। আমার দুঃখ ওই জায়গায়। পুলিশ, প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি আমি যেন এই বিচারডা অবশ্যই পাই। এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন প্রশাসনের নজরে যায়।’
মৃতের বাবা স্বপন সরকার বলেন, ‘আমরা সবাই পাশের বাড়ি নামযজ্ঞানুষ্টানে যাই। বাড়ি ফাঁকা ছিল। রাতে ফিরে দেখি ঘরে দরজা আটকানো। দরজা খুলতে বললে কোনো সাড়া না পেয়ে ভেঙে প্রবেশ করি। তখন দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার ছেলে ঝুলছে। তাকে মারার কারণে সে অভিমানে এ কাজ করেছে। আমি এর বিচার চাই।’
স্বদেশের খালাতো ভাই সঞ্জয় বলেন, ‘আমার খালাতো ভাইকে বাবুর বাজরে প্রকাশ্যে মারধর করার কারণে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আত্মহত্যার প্ররোচনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
তবে রিয়াজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রিয়াজের বাবা জাকারিয়া শেখের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘মারামারির খবর শুনে ওই দিন আমার ছেলেকে মারধর করেছি। তবে ওই পরিবারের কেউ আমাকে জানাইনি। আমার ছেলে অপরাধ করলে তার যে সাজা হয় হোক। তবে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়েছে ছয় দিন আগে, সে মারা গেল গতকাল। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারি না।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই যুবক টিকটকে ১ মিনিট ৩৫ সেকেন্ডের এক ভিডিওতে হামলাকারীর বিচার দাবি করেন।
গতকাল বুধবার ফরিদপুরের বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মৃত যুবকের নাম স্বদেশ সরকার (২৫)। তিনি ওই গ্রামের স্বপন সরকারের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, স্বদেশ সরকারের কাছ থেকে একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ (২৫) ১৫০ টাকা ধার নেন। গত রোববার বিকেলে টাকা চাইতে গেলে রিয়াজ তাঁকে বেধড়ক মারপিট করেন। পরে স্বদেশ তাঁর টিকটক অ্যাকাউন্টে ১ মিনিট ৩৫ সেকেন্ড একটি ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘রিয়াজ আমার কাছ থেকে দেড়’শ টাকা নেছে। তার কাছে টাকা চাই। সে টাকা দেয় না। টাকা না দিয়ে আমারে মুখে ও ঘারে ঘুষি মারছে। বাবুর বাজারে সবার সমানে মারছে। কেউ আমার পক্ষে কথাও বলেনি। আমার দুঃখ ওই জায়গায়। পুলিশ, প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি আমি যেন এই বিচারডা অবশ্যই পাই। এই ভিডিওটা শেয়ার করে দেন, যেন প্রশাসনের নজরে যায়।’
মৃতের বাবা স্বপন সরকার বলেন, ‘আমরা সবাই পাশের বাড়ি নামযজ্ঞানুষ্টানে যাই। বাড়ি ফাঁকা ছিল। রাতে ফিরে দেখি ঘরে দরজা আটকানো। দরজা খুলতে বললে কোনো সাড়া না পেয়ে ভেঙে প্রবেশ করি। তখন দেখি আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আমার ছেলে ঝুলছে। তাকে মারার কারণে সে অভিমানে এ কাজ করেছে। আমি এর বিচার চাই।’
স্বদেশের খালাতো ভাই সঞ্জয় বলেন, ‘আমার খালাতো ভাইকে বাবুর বাজরে প্রকাশ্যে মারধর করার কারণে অভিমানে সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আত্মহত্যার প্ররোচনাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
তবে রিয়াজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রিয়াজের বাবা জাকারিয়া শেখের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, ‘মারামারির খবর শুনে ওই দিন আমার ছেলেকে মারধর করেছি। তবে ওই পরিবারের কেউ আমাকে জানাইনি। আমার ছেলে অপরাধ করলে তার যে সাজা হয় হোক। তবে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়েছে ছয় দিন আগে, সে মারা গেল গতকাল। কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারি না।’
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে অদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
২৪ মিনিট আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
৪৩ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
১ ঘণ্টা আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে