Ajker Patrika

ঋণখেলাপিদের ভোট দেবেন না: বোনের নির্বাচনী প্রচারে সোহেল তাজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১: ৪৩
ঋণখেলাপিদের ভোট দেবেন না: বোনের নির্বাচনী প্রচারে সোহেল তাজ

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে বড় বোন সিমিন হোসেন রিমি এমপির জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজ বুধবার গাজীপুরের কাপাসিয়ায় এক জনসমাবেশে তিনি এ ভোট চান। 

এ সময় সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন, ‘আমরা ভোট দেব নৌকা প্রতীকে। যেই প্রতীক আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করবে। কারণ, এই নৌকাই পারে এই দেশকে সমৃদ্ধিশালী করতে। তার প্রমাণ আপনাদের তিনবারের নির্বাচিত এমপি সিমিন হোসেন রিমি। 

তিনি বলেন, আজকে যদি আমরা কাপাসিয়ার দিকে তাকাই, এই যে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, বই পড়া কর্মসূচি—সবই সম্ভব হয়েছে সিমিন হোসেন রিমির অক্লান্ত পরিশ্রমে। সেবায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নম্বর ওয়ান। এ রকমটাই সোনার বাংলার প্রমাণ। এই সোনার বাংলাই আমরা চেয়েছিলাম।’ 

সোহেল তাজ বলেন, ‘আপনারা জানেন, ভোটটা কোথায় দিতে হবে। দেশকে সুন্দর করতে হবে। দুর্নীতি মুক্ত করতে হবে। অনিয়ম ও অব্যবস্থাপনা মুক্ত করতে হবে। আমরা চাই না, যারা জালিয়াতি–দুর্নীতি করে টাকা কামাবে। আমরা চাই না, যারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপ করবে। আমরা চাই না, ঋণ খেলাপ করে ওই টাকায় দিয়ে সবার জন্য এমপি ইলেকশন করবে, তাদের আমরা ভোট দেব না।’ 

কাপাসিয়ায় নৌকা প্রতীকের জনসমাবেশ।সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য এবং তার পাশাপাশি কাপাসিয়ার এমপি সিমিন হোসেন রিমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। বাদবাকি কাজগুলো সম্পন্ন করার জন্য সুযোগ দিতে হবে। আমি আশা করি, আপনারা তাঁর কাজে সন্তুষ্ট আছেন। যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনাদের ভোটটা নৌকা মার্কায় দেবেন।’ 

সিমিন হোসেন রিমি এমপি বলেন, আগামী ৭ জানুয়ারি, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন। মনে রাখবেন, ভোট হলো আপনাদের অধিকার। আপনারা যেমন ভোট দিয়ে আমাকে-সোহেলকে নির্বাচিত করেছেন, তাই আমরা কাজ করতে পেরেছি।’ তিনি কাপাসিয়ার প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

উপজেলার টোক সরজবালা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন আহমেদ সেলিম, টোক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ আব্দুল ওয়াহিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন। 

পরে সাবেক প্রতিমন্ত্রী টোক ইউনিয়নের নয়াসাংগুন, উলুসারা, টোক নগর, বড়চালা, উজুলী দিঘীরপার এবং বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা, সরকার টেক, নরোত্তমপুর ও দুলালপুরে নির্বাচনী প্রচারণা চালান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

মামলা করতে যাওয়া নারীর কাছ থেকে টাকা ‘কেড়ে নিলেন’ এসআই

ধর্ষণবিরোধী বিক্ষোভে হাতাহাতি: ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারচেষ্টার নিন্দা মির্জা ফখরুলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত