রাজবাড়ীতে ৬টিতে নৌকা, ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭: ২৬

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত দুইটার দিকে সদর উপজেলা পরিষদ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। 

বিজয়ীরা হলেন মিজানপুর ইউনিয়নে টুকু মিজি (নৌকা), বরাট ইউনিয়নে কাজী শামসুদ্দিন (আনারস), পাঁচুরিয়া ইউনিয়নে মো. মুজিবর রহমান রতন (আনারস), শহীদওহাবপুর ইউনিয়নে নূর মোহাম্মদ ভূঁইয়া (নৌকা), সুলতানপুর ইউনিয়নে আশিকুর রহমান (ঘোড়া), রামকান্তপুর ইউনিয়নে রাজিব মোল্লা বাবু (স্বতন্ত্র), মূলঘর ইউনিয়নে শেখ মো. ওয়াহিদুজ্জামান (নৌকা), খানগঞ্জ ইউনিয়নে শরিফুর রহমান সোহান (নৌকা), খানখানাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ. কে. এম ইকবাল হোসেন (চশমা), চন্দনী ইউনিয়নে আব্দুর রব (নৌকা), বানিয়াবহ ইউনিয়নে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শেফালী বেগম (নৌকা), দাদশী ইউনিয়নে দেলোয়ার শেখ দেলো (আনারস), বসন্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন সরদার (মোটরসাইকেল) ও আলীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক (আনারস)। 

জানা গেছে, উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫৪ জন। সাধারণ মেম্বার প্রার্থী ৪৩৩ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৫৭ জন। উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৬৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ৫২৮ জন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত