Ajker Patrika

স্বাভাবিক হচ্ছে না দৌলতদিয়া ফেরিঘাটের যানজট

রাজবাড়ী প্রতিনিধি
স্বাভাবিক হচ্ছে না দৌলতদিয়া ফেরিঘাটের যানজট

দৌলতদিয়ায় ১৭টি ফেরি দিয়েও যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না ঘাট কর্তৃপক্ষ। ফেরি সংকটের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই দীর্ঘ যানজট লেগেই আছে। ফলে ভোগান্তির শিকার হয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন চালক ও যাত্রীরা।

সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় পারের অপেক্ষায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহী ট্রাক। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। যাত্রীবাহী পরিবহন কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে পারলেও পণ‍্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকছে দিনের পর দিন। 

এ বিষয়ে ঈগল পরিবহনের চালক ইসলাম শেখ বলেন, আজ শুক্রবার বিকেল ৪টায় ঘাটে এসেছি। এখন সন্ধ্যা ছয়টা বাজে। এতক্ষণ পরেও ফেরিতে উঠতে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে।

ট্রাক চালক খোরশেদ আলম জানান, ফেরি পারের জন্য দুই দিন ধরে অপেক্ষায় রয়েছি। ট্রাকের নিচে গামছা পেতে রাতে ঘুমিয়ে থাকি। খাবার দাবারের সমস্যা হচ্ছে। কবে ফেরিতে উঠতে পারব জানি না। 

আরেক ট্রাক চালক হাবিবুর রহমান বলেন, খুবই কষ্টে রয়েছি। এখানে দুই দিন আটকে আছি। ঘাটের আশপাশে খাবার হোটেল, ঘুমানোর জায়গা, শৌচাগার কিছুই নাই। এ দুর্ভোগ কবে শেষ হবে তাও জানি না। 

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে এই যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত