Ajker Patrika

শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: বিলস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ২০: ২৮
শ্রমিকদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে হবে: বিলস

দেশের গার্মেন্টস শিল্পসহ অধিকাংশ শিল্প-শ্রমিকেরা অনিরাপদ কর্মক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। কোনো দুর্ঘটনায় তাঁরা সুচিকিৎসা পাচ্ছেন না। এমনকি ট্রেড ইউনিয়ন করার সুযোগও অধিকাংশ কারখানায় নেই। ফলে দেশের এসব শ্রমিক ও শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে। 

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ কর্মক্ষেত্র তৈরির অর্জন ও চ্যালেঞ্জ: রানা প্লাজা পরবর্তী উদ্যোগসমূহের অভিজ্ঞতা’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিলস মহাসচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘রানা প্লাজা ধসের ঘটনা শুধু দুর্ঘটনা বলে মানতে আমরা নারাজ; শিল্প পরিদর্শনের দুর্বলতা ও তদারকির ঘাটতির কারণে এটা হয়েছে।’ 

বিভিন্ন শিল্প-কারখানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা কাঙ্ক্ষিত মানদণ্ডে ক্ষতিপূরণ পাননি জানিয়ে বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘অনেক দুর্ঘটনার পরে মামলা নেওয়া হয়নি; দীর্ঘ মেয়াদে চিকিৎসাসেবা পাননি আহত শ্রমিকেরা।’ 

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ অভিযোগ করে বলেন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকেরা যখন ট্রেড ইউনিয়ন করতে যায়, তাঁদের বাধা দেওয়া হয়। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 
 
আইএলওর প্রতিনিধি মউরাইস লেন ব্রোকস বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আগের তুলনায় এখন অনেক নিরাপদ। এখন অন্যান্য খাত ও নিরাপত্তায় নজর দিতে হবে। শ্রম অধিকার সুরক্ষার পাশাপাশি স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন করার সুযোগও দিতে হবে বলে জানান তিনি। 

সভাপতির বক্তব্যে বিলস চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর দেশে অনেক কিছু পরিবর্তন হলেও শ্রমিকদের ন্যূনতম সুচিকিৎসার বিষয়ে কারও কোনো মাথা ব্যথা নেই। 

সভায় আরও বক্তব্য দেন ইন্ডাস্ট্রি-অল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া, বিলসের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসাইন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত