নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, শ্যামল কৃষ্ণ দাসের অবৈধ সম্পদের মধ্যে ঢাকা জেলার সবুজবাগ থানাধীন রাজারবাগ মৌজায় ৬.৫ কাঠা জমিতে ভবন ও ২.৫ কাঠা জমি, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ ৭১ লাখ ৯০ হাজার ৫৯ টাকা ও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র উল্লেখযোগ্য। তিনি এনবিআরের কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরে আছেন। শ্যামল কৃষ্ণ দাস দুদকে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি নিজ নামে ও নির্ভরশীলদের নামে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী দাখিল করেন।
দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন। এর সঙ্গে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকার পারিবারিক ব্যয় যোগ করে মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়।
যার মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। বাকি ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার আয়ের বৈধ উৎস পাওয়া যায়নি। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, শ্যামল কৃষ্ণ দাসের অবৈধ সম্পদের মধ্যে ঢাকা জেলার সবুজবাগ থানাধীন রাজারবাগ মৌজায় ৬.৫ কাঠা জমিতে ভবন ও ২.৫ কাঠা জমি, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ ৭১ লাখ ৯০ হাজার ৫৯ টাকা ও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র উল্লেখযোগ্য। তিনি এনবিআরের কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরে আছেন। শ্যামল কৃষ্ণ দাস দুদকে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি নিজ নামে ও নির্ভরশীলদের নামে যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি, দায়-দেনা ও আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী দাখিল করেন।
দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দেন। এর সঙ্গে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকার পারিবারিক ব্যয় যোগ করে মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়।
যার মধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। বাকি ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার আয়ের বৈধ উৎস পাওয়া যায়নি। যে কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম নগরীতে তীব্র পানিসংকটের প্রতিবাদে ওয়াসার কার্যালয়ে ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়ায় ওয়াসার কার্যালয়ের সামনে গ্রাহকেরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। এ সময় তাঁরা জানান, দীর্ঘদিন ধরে নগরীর
২০ মিনিট আগেসম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি ও এমভি বাংলার সৌরভ জাহাজ দুটি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দুটির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা।
২৪ মিনিট আগেবরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হক এবার নাটোর আদালত চত্বরে কয়েক সাংবাদিককে মারধর করলেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন ফজলুল হক। এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার সময় হাতকড়া না পরানোর সুযোগে ফজলুল হক চড়াও হন
৩০ মিনিট আগে৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
৩০ মিনিট আগে