ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড হয়েছে। ঘটনার পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ হুড়োহুড়ি করে নিচে নেমে আসে স্বজনেরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালটির দ্বিতীয় তলায় স্টোররুম থেকে আগুন লাগে। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ।
সুভাষ বাড়ৈ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে দাউদাউ করে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি, যার কারণে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
এদিকে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। এতে আতঙ্কিত হয়ে পড়ে চিকিৎসাধীন রোগী ও স্বজনেরা। তারা রোগীদের নিয়ে হুড়োহুড়ি করে নিচে নেমে আসে।
হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, চারদিকে অসংখ্য রোগী ছড়িয়ে-ছিটিয়ে আছে। অনেক মুমূর্ষু রোগীকেও হাসপাতাল চত্বরে শুইয়ে রাখা হচ্ছে। তাঁদের ঘিরে আতঙ্কিত চোখে বসে আছে স্বজনেরা।
দুই দিন আগে প্রসূতি ভাবিকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজবাড়ী জেলার চন্দনাপুর গ্রামের ফিরোজা বেগম। সোমবার রাত ১০টার দিকে তাঁর ভাবি বাচ্চা প্রসব করেন। ঘটনার পর ভাবিকে রেখেই নবজাতক নিয়ে নিচে নেমে আসেন তিনি।
ফিরোজা বেগম বলেন, ‘চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, অন্ধকার লাগছিল। আমরা নাক কাপড় দিয়ে ঢেকে কোনোভাবে নিচে নেমে এসেছি। অনেক লোক তাড়াহুড়ো করে নামতে থাকে। কিন্তু আমার ভাবিকে রক্ত দেওয়া হচ্ছিল এবং যন্ত্রপাতি লাগানো থাকায় তাঁকে নিচে নামাতে পারিনি।’
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে নিজের পাঁচ বছরের ছেলের অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে এসেছেন মাসুম হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘চারদিকে ধোঁয়ায় যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষ যে যেভাবে পারে নামতে শুরু করে। আমার সামনে মুমূর্ষু রোগীকে আনা হয়, নার্সরা তখন তাকে স্যালাইন দিচ্ছিল। ধোঁয়ায় অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে তার স্যালাইন রেখেই নিচে নিয়ে আসেন স্বজনেরা।’ এ সময় হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড হয়েছে। ঘটনার পর চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে মুমূর্ষু রোগীসহ হুড়োহুড়ি করে নিচে নেমে আসে স্বজনেরা। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালটির দ্বিতীয় তলায় স্টোররুম থেকে আগুন লাগে। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুভাষ বাড়ৈ।
সুভাষ বাড়ৈ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলার স্টোররুমে দাউদাউ করে আগুন জ্বলছে। ভেতরে ঢোকার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে। প্রচুর ধোঁয়া ছিল। আমরা তালা ও কাচের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করি। পরে ২৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনি, যার কারণে হাসপাতালটি অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।’
এদিকে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। এতে আতঙ্কিত হয়ে পড়ে চিকিৎসাধীন রোগী ও স্বজনেরা। তারা রোগীদের নিয়ে হুড়োহুড়ি করে নিচে নেমে আসে।
হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, চারদিকে অসংখ্য রোগী ছড়িয়ে-ছিটিয়ে আছে। অনেক মুমূর্ষু রোগীকেও হাসপাতাল চত্বরে শুইয়ে রাখা হচ্ছে। তাঁদের ঘিরে আতঙ্কিত চোখে বসে আছে স্বজনেরা।
দুই দিন আগে প্রসূতি ভাবিকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজবাড়ী জেলার চন্দনাপুর গ্রামের ফিরোজা বেগম। সোমবার রাত ১০টার দিকে তাঁর ভাবি বাচ্চা প্রসব করেন। ঘটনার পর ভাবিকে রেখেই নবজাতক নিয়ে নিচে নেমে আসেন তিনি।
ফিরোজা বেগম বলেন, ‘চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, অন্ধকার লাগছিল। আমরা নাক কাপড় দিয়ে ঢেকে কোনোভাবে নিচে নেমে এসেছি। অনেক লোক তাড়াহুড়ো করে নামতে থাকে। কিন্তু আমার ভাবিকে রক্ত দেওয়া হচ্ছিল এবং যন্ত্রপাতি লাগানো থাকায় তাঁকে নিচে নামাতে পারিনি।’
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে নিজের পাঁচ বছরের ছেলের অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে এসেছেন মাসুম হোসেন নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘চারদিকে ধোঁয়ায় যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষ যে যেভাবে পারে নামতে শুরু করে। আমার সামনে মুমূর্ষু রোগীকে আনা হয়, নার্সরা তখন তাকে স্যালাইন দিচ্ছিল। ধোঁয়ায় অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে তার স্যালাইন রেখেই নিচে নিয়ে আসেন স্বজনেরা।’ এ সময় হাসপাতালের গেট বন্ধ করে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার বলেন, হঠাৎ হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয়। তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ার কুণ্ডলী সৃষ্টি হয়। ওই স্টোররুমে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১৮ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
২৩ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
৪০ মিনিট আগে