সখীপুরে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি
Thumbnail image

সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুরে গাছ থেকে পড়ে পারভেজ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আড়াইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন ওই গ্রামের আবদুল আজিজের ছেলে।

নিহত পারভেজ হোসেনের প্রতিবেশী আবদুল লতিফ মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে পারভেজ সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশের মেহগনি গাছে উঠে। হঠাৎ ওই গাছ থেকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। প্রতিবেশী এক নারী তার পড়ার শব্দ শুনে এগিয়ে যায়। পরে এলাকাবাসী পারভেজকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে শোকের ছায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত