শিবচর (মাদারীপুর), প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া চকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি চকেরবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন মালেক মোল্লা। নিহত হিরু মাতুব্বর মোলা গ্রুপের লোক।
গতকাল রোববার রাতে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হন। আজ ফের সংঘর্ষ হলে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্র দিয়ে হিরু মাতুব্বরের গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, ‘ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। পুকুর থেকে আনতেই দেখি আর নাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুদল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাধে। এ সময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া চকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি চকেরবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন মালেক মোল্লা। নিহত হিরু মাতুব্বর মোলা গ্রুপের লোক।
গতকাল রোববার রাতে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হন। আজ ফের সংঘর্ষ হলে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্র দিয়ে হিরু মাতুব্বরের গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, ‘ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। পুকুর থেকে আনতেই দেখি আর নাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুদল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাধে। এ সময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে এক যুবক। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানার জিরোপয়েন্ট এলাকার মেসার্স সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনাটি ঘটে। অস্ত্রের আঘাতে তাঁর পা বিচ্ছিন্ন হয়ে গেছে...
১৪ মিনিট আগেরাজশাহীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকক্সবাজারে দুই দিনে বিএনপির ছয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে পাঁচ উপজেলায়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেমিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিনে দ্বীপে সাতটি পণ্যবাহী ট্রলার পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে ট্রলারগুলো সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
১ ঘণ্টা আগে