শিবচর (মাদারীপুর), প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া চকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি চকেরবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন মালেক মোল্লা। নিহত হিরু মাতুব্বর মোলা গ্রুপের লোক।
গতকাল রোববার রাতে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হন। আজ ফের সংঘর্ষ হলে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্র দিয়ে হিরু মাতুব্বরের গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, ‘ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। পুকুর থেকে আনতেই দেখি আর নাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুদল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাধে। এ সময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া চকেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি চকেরবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপ রয়েছে। এর মধ্যে শাহাদাত হোসেন একটি এবং অপর গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন মালেক মোল্লা। নিহত হিরু মাতুব্বর মোলা গ্রুপের লোক।
গতকাল রোববার রাতে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হন। আজ ফের সংঘর্ষ হলে প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্র দিয়ে হিরু মাতুব্বরের গলায় ও মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্ত্রী রোজিনা বলেন, ‘ঘরের বাইরে বের হতেই আমার স্বামীকে কুপিয়ে পাশের পুকুরে ফেলে যায়। পুকুর থেকে আনতেই দেখি আর নাই।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, দত্তপাড়া খাড়াকান্দি এলাকার দুদল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রোববার রাতে সংঘর্ষে বাধে। এ সময় আহত হয় কমপক্ষে ৮ জন। ওই জের ধরেই সোমবার দুপুরে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হিরু মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, সেনাবাহিনীর টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাৎসরিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সিলেটের বেশ কয়েকটি এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী তানভীর হায়দার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তেত এ তথ্য জানানো হয়েছে।
১ few সেকেন্ড আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান অপরিসীম। আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২ মিনিট আগেদ্বিপক্ষীয় পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান- প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ- আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
৯ মিনিট আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মঈনের নেতৃত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের গতকাল বুধবার মারামারি ও ভুল-বোঝাবুঝি ঘটনার সুরাহা হয়েছে। উভয় কলেজের শিক্ষার্থীরা, দুই কলেজের অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের বিভিন্ন স্তরের শিক্ষকদের উপস্থিতি এ ঘটনার সুরাহা করা হয়।
১২ মিনিট আগে