উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুলবুল আহমেদ, সজল আমিন, হিরণ মিয়া ও আবুল হোসেন ওরফে হাসান।
শামীম আহম্মেদ জানান, তুরাগের বাউনিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের সিভিল সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে খুচরা মাদক কারবারি সজল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে বিকেল ৫টার দিকে ১ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক কারবারি হিরণ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক কারবারের মূল হোতা আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক মূল হোতা রবিউল ইসলামকে পাওয়া যায়নি। ওই বাসায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেল বেলায়েত হোসেন ও উপপরিচালক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১১ হাজার ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত তুরাগের বাউনিয়া, বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনের স্টাফ কোয়ার্টার ও উত্তরা ৯ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান চালানো হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুলবুল আহমেদ, সজল আমিন, হিরণ মিয়া ও আবুল হোসেন ওরফে হাসান।
শামীম আহম্মেদ জানান, তুরাগের বাউনিয়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ২০ পিস ইয়াবাসহ বুলবুল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের সিভিল সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে খুচরা মাদক কারবারি সজল আমিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছে থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে বিকেল ৫টার দিকে ১ হাজার পিস ইয়াবাসহ পাইকারি মাদক কারবারি হিরণ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক শামীম আহম্মেদ আরও বলেন, হিরণ মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মূল হোতার তথ্য দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মাদক কারবারের মূল হোতা আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেক মূল হোতা রবিউল ইসলামকে পাওয়া যায়নি। ওই বাসায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।’
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেল বেলায়েত হোসেন ও উপপরিচালক জেরিন সুলতানা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় এই চক্রের সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি।
ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৮ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগেরাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় দিনদুপুরে ডাকাতিসহ বাচ্চাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশে ফারজানা আক্তার নামের এক নারীর বাসায় এ ঘটনা ঘটে...
২৫ মিনিট আগেবরগুনা সদরের ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী জাহানারা বেগমকে (৬০) প্রায় ২৫ বছর পর খুঁজে পেয়েছে তাঁর স্বজনেরা। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাঁকে নিয়ে যান স্বজনেরা। ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
৩৪ মিনিট আগে