ঢাকার বাইরে নরসিংদীতে রয়েল এনফিল্ডের শোরুম

নরসিংদী প্রতিনিধি
Thumbnail image
নরসিংদীর ভাগদীতে রয়েল এনফিল্ডের শোরুম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে ঢাকার বাইরে নরসিংদীতে মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড শোরুম ‘মোটো স্টুডিও’ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ভাগদীতে আনুষ্ঠানিকভাবে এ শোরুমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটো স্টুডিওর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মৃদুল এবং ইফাদ মোটরস লিমিটেডের হেড অব বিজনেস মইদুর রহমান তানভির। এ সময় স্থানীয় বাইকারদের উল্লেখযোগ্য উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

এখন থেকে নরসিংদী অঞ্চলের গ্রাহকেরা রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির সুবিধা নতুন শোরুম থেকে নিতে পারবেন। এর পাশাপাশি জেনুইন মোটরসাইকেল অ্যাকসেসরিজ (জিএমএ), বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা এক জায়গা থেকেই নিতে পারবেন গ্রাহকেরা।

বৈশ্বিক মোটরসাইকেলের পুরোনো ব্র্যান্ড হিসেবে পরিচিত রয়েল এনফিল্ড ১৯০১ সালে যুক্তরাজ্যে যাত্রা শুরু করে। বর্তমানে রয়েল এনফিল্ড বাংলাদেশে ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে ৩৫০ সিসির চারটি মোটরসাইকেল বাজারজাত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত