সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ: নিহত ৩ জনের মরদেহ হস্তান্তর

ঢামেক প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ১২: ৫৫
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৩: ১৬

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার শিরিন ম্যানশনে বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা নার্গিস। 

এর আগে মরদেহ তিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী। 

প্রতিবেদনে রমজান আলী উল্লেখ করেন, মৃত তিনজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম রয়েছে। তবে তাঁদের শরীর কোথাও দগ্ধ হয়নি। ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ শরীরের ওপর পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। 

রমজান আলী জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে তিন মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতরা হলেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১), রাজবাড়ী সদর উপজেলার ধুলদি গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আব্দুল মান্নান (৬৩)। 

সাদিকুরের ভাই সফিকুর রহমান জানান, বর্তমানে সবুজবাগ বাসাবো কদমতলা এলাকায় থাকতেন সাদিকুর। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় নিউ জেনারেশনের এইচআর অ্যাডমিনে কর্মরত ছিলেন তিনি। 

মান্নানের স্ত্রী সাহিদা বেগম জানান, তাঁরা লালবাগ পোস্তা ইয়াছিন ব্যাপারীর গলিতে থাকেন। তাঁর স্বামী নিউ জেনারেশন কোম্পানির পিয়নের কাজ করতেন। 

সফিকুজ্জামানের বড় ভাই মহিউদ্দিন জানান, তাঁর ভাই সাভার গেন্ডা এলাকায় থাকতেন। নিউ জেনারেশন কোম্পানির কম্পিউটার অপারেটরের কাজ করতেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত