সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন এবং সড়কের মাদানিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন, অন্যদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।
দেশব্যাপী টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার পুড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরা।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালসংলগ্ন এবং সড়কের মাদানিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে অবরোধ করেন, অন্যদিকে একই মহাসড়কে মাদানীনগর এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যায়। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে তাঁদের এই অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করা হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৮ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৯ ঘণ্টা আগে