জাল ভোট দেওয়ায় শামীম ওসমানের দুই কর্মীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০০: ৩২

নারায়ণগঞ্জ–৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৭ জানুয়ারি) বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন তাঁরা। 

রাতেই তাঁদের দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল হক। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকার ইস্রাফিল ও পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তাঁরা স্থানীয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত ও সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী। 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের বিপরীতে শক্ত কোনো প্রার্থী না থাকায় সহজে জয় পেয়েছেন তিনি। নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৬৯ ভোট। এ নিয়ে টানা তৃতীয় ও মোট চারবার এমপি হলেন শামীম ওসমান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত