গাজীপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, গাজীপুরের নির্বাচন শুধু সিটি করপোরেশন নির্বাচন নয়, বলতে গেলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সাল। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশের মানুষ ও সংস্থা তাকিয়ে আছে যে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হবে।
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন, ‘পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমরা যাঁরা এখানে আছি, তাঁরা সবাই আপনাদের সহযোগিতা করার জন্য আছি।’
উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার যখন আয়োজন করা হয়, তখন আয়োজনকারী সংস্থা কখন খেলা হবে, কোন কোন দেশ খেলবে এবং কোথায় খেলা হবে, তা নির্ধারণ করে। কিন্তু আসল খেলাটা পরিচালনা করেন রেফারি। সব দর্শক তাকিয়ে থাকে রেফারি ও খেলোয়াড়দের দিকে। ২৫ মে সমস্ত জাতি, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের অনেকগুলো মোড়ল দেশ তাকিয়ে থাকবে আপনাদের দিকে এবং ভোটার ও প্রার্থীদের দিকে। অতএব আপনারা কেমন পারফরম্যান্স করছেন, প্রশংসিত হলে সেটার একটা ভাগ আমরা পাব।’
ইসি আলমগীর আরও বলেন, ওই দিন ভোটকেন্দ্রের সর্বাধিনায়ক হচ্ছেন আপনি। সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র্যাব সবাই আপনার অধীন। কেন্দ্রের বাইরে তারা দায়িত্ব পালন করবে, কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। বুথের ভেতরের শৃঙ্খলার দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টদের।
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, গাজীপুরের নির্বাচন শুধু সিটি করপোরেশন নির্বাচন নয়, বলতে গেলে এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সাল। শুধু বাংলাদেশের মানুষ নয়, বিভিন্ন দেশের মানুষ ও সংস্থা তাকিয়ে আছে যে নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হবে।
গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন, ‘পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমরা যাঁরা এখানে আছি, তাঁরা সবাই আপনাদের সহযোগিতা করার জন্য আছি।’
উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলার যখন আয়োজন করা হয়, তখন আয়োজনকারী সংস্থা কখন খেলা হবে, কোন কোন দেশ খেলবে এবং কোথায় খেলা হবে, তা নির্ধারণ করে। কিন্তু আসল খেলাটা পরিচালনা করেন রেফারি। সব দর্শক তাকিয়ে থাকে রেফারি ও খেলোয়াড়দের দিকে। ২৫ মে সমস্ত জাতি, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের অনেকগুলো মোড়ল দেশ তাকিয়ে থাকবে আপনাদের দিকে এবং ভোটার ও প্রার্থীদের দিকে। অতএব আপনারা কেমন পারফরম্যান্স করছেন, প্রশংসিত হলে সেটার একটা ভাগ আমরা পাব।’
ইসি আলমগীর আরও বলেন, ওই দিন ভোটকেন্দ্রের সর্বাধিনায়ক হচ্ছেন আপনি। সেখানে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও র্যাব সবাই আপনার অধীন। কেন্দ্রের বাইরে তারা দায়িত্ব পালন করবে, কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবে না। বুথের ভেতরের শৃঙ্খলার দায়িত্ব প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং এজেন্টদের।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৩২ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৩৭ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৪০ মিনিট আগে