যিশুবন্দনা আর বিশ্বের মঙ্গল কামনায় বড়দিনে মিলেছেন খ্রিষ্টানরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৪
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৫: ৫৮

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। যিশুখ্রিষ্টের জন্মের দিনেই উদ্‌যাপিত হয় দিনটি। যিশু ও তাঁর মা মেরির প্রতি শ্রদ্ধা, প্রার্থনা, বন্দনা আর সবার মঙ্গল কামনার মধ্য দিয়ে মহাসমারোহে উদ্‌যাপিত হচ্ছে বড়দিন। 

রোববার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনা শেষে সবাইকে আনন্দমুখর পরিবেশে দিনটি উদ্‌যাপন করতে দেখা যায়। ছোট ছোট শিশুরা এখানে এসেছে কেউ বাবার সঙ্গে আবার কেউ পুরো পরিবারের সঙ্গে। আবার অনেক শিশু দল বেঁধে এসেছে পরিবারের যেকোনো একজনের সঙ্গে। প্রার্থনা শেষ করে সবাই চলে যাচ্ছিল যে যার মতো। 

ফার্মগেটে অবস্থিত হলি রোজারি চার্চে প্রার্থনা শেষে মোমবাতি জ্বালিয়ে সমাধির সামনে বসে, দাঁড়িয়ে প্রিয়জনদের স্মরণ করেছেন অনেকেই। স্যামুয়েল সেজান নামের একজন বলেন, ‘দিনটা যেমন আনন্দের তেমন কষ্টেরও। কারণ আনন্দের দিনে, উৎসবের দিনেই আমরা আমাদের ছেড়ে চলে যাওয়া প্রিয়জনদের বেশি মিস করি। এখানে আমার বাবার সমাধি আছে। মাঝে মাঝেই আসি। কিন্তু এই দিনে বাবাকে বেশি মিস করি।’ 

প্রার্থনা শেষে মোমবাতি জালিয়ে সমাধির সামনে বসে, দাঁড়িয়ে প্রিয়জনদের স্মরণ করেছেন অনেকেই। ছবি: আজকের পত্রিকাচার্চগুলোতে ২৪ ডিসেম্বর রাত থেকেই শুরু হয় প্রার্থনা আর উৎসবের আয়োজন। ভক্তরা সারা রাত প্রার্থনারত থাকেন মঙ্গল কামনায়। প্রার্থনা করতে আসা ষাটোর্ধ্ব সিমিন মেরিনা জানান, ‘ধর্মীয় উৎসবগুলোতে সবাই সবার মঙ্গল কামনা করেই প্রার্থনা করেন। আমরা আমাদের নিজেদের, পরিবারের, পরিজনসহ গোটা দেশ ও জাতির মঙ্গল কামনা করেই প্রার্থনা করি।’ সিমিন মনে করেন, একমাত্র প্রার্থনাই যেকোনো অমঙ্গল আর অশুভ দিক থেকে সবাইকে বাঁচাতে পারে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত