মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে আসিফ নামে চার বছরের এক শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মারফত আলী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার উকিয়ারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর আগে তাঁর নামে থানায় অভিযোগ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিশুটির বাবা আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার নিয়ে থাকে। সেখানে পেশাগত কাজের জন্য মারফত আলীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে তাঁর। সেই সুবাদে প্রায় তিন মাস ধরে মারফত আলী তাঁদের ভাড়া বাসাতেই থাকতেন। গত ২৭ জানুয়ারি আক্কাস আলীর সঙ্গে তাঁর স্ত্রী খাদেজা বেগমের ঝগড়া হয়। ঝগড়া শেষে আক্কাস আলী কাজে চলে যান। রাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তাঁর স্ত্রী, চার বছরের ছেলে আসিফ ও এক বছরের মেয়ে বাড়িতে নেই। তারপর বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পায়নি। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে আক্কাস আলীকে জানায় মারফত আলী বেড়ানোর কথা বলে তাঁদের মানিকগঞ্জে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাঁর ছেলে আসিফকে কৌশলে মারফত আলী অপহরণ করে নিয়ে গেছে।
আব্দুর রউফ আরও জানান, শুক্রবার সকালে ওই শিশুর বাবা আক্কাস আলী থানায় অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।
মানিকগঞ্জে আসিফ নামে চার বছরের এক শিশুকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মারফত আলী। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার উকিয়ারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর আগে তাঁর নামে থানায় অভিযোগ করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শিশুটির বাবা আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে পরিবার নিয়ে থাকে। সেখানে পেশাগত কাজের জন্য মারফত আলীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে তাঁর। সেই সুবাদে প্রায় তিন মাস ধরে মারফত আলী তাঁদের ভাড়া বাসাতেই থাকতেন। গত ২৭ জানুয়ারি আক্কাস আলীর সঙ্গে তাঁর স্ত্রী খাদেজা বেগমের ঝগড়া হয়। ঝগড়া শেষে আক্কাস আলী কাজে চলে যান। রাতে বাড়ি ফিরে তিনি দেখতে পান তাঁর স্ত্রী, চার বছরের ছেলে আসিফ ও এক বছরের মেয়ে বাড়িতে নেই। তারপর বিভিন্ন স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পায়নি। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। পরে আক্কাস আলীকে জানায় মারফত আলী বেড়ানোর কথা বলে তাঁদের মানিকগঞ্জে নিয়ে গিয়েছিল। সেখান থেকে তাঁর ছেলে আসিফকে কৌশলে মারফত আলী অপহরণ করে নিয়ে গেছে।
আব্দুর রউফ আরও জানান, শুক্রবার সকালে ওই শিশুর বাবা আক্কাস আলী থানায় অভিযোগ করে। পরে অভিযান চালিয়ে মারফত আলীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৪ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৫ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৬ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৬ ঘণ্টা আগে