Ajker Patrika

বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত আকারে ফেরি চালু

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত আকারে ফেরি চালু

বাংলাবাজার-শিমুলিয়া ঘাটে ১৩ ঘণ্টা বন্ধ থাকা পর সীমিত আকারে আবার ফেরি চলাচল শুরু করেছে। গতকাল শুক্রবার রাত নয়টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। আজ শনিবার সকাল নয়টায় ফেরি চলাচল শুরু হয়। 

গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া কেটাইপ ফেরি কাকলী পদ্মাসেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেওয়ার পর থেকে নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়। রাত থেকে ফেরি বন্ধের ব্যাপারে বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ পদ্মায় স্রোতের তীব্রতার কারণ উল্লেখ করে সাংবাদিকদের এ বিষয়ে জানান। 

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, ফেরির চালকেরা ফেরি চালাতে অনীহা প্রকাশ করলে শুক্রবার রাত নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। 

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘুর্নিস্রোতের সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাই রাত থেকে নদীতে ফেরিগুলো চলাচল বন্ধ রাখা হয়েছিল। 

তবে শনিবার সকাল ৯টার দিকে ফেরি সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি ছেড়ে গেছে। এরপর সকাল পৌনে দশটার দিকে ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাট এলাকা ছেড়ে যায়। 

শনিবার সকাল সাড়ে আটটার দিকে বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের সহ-ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, ‘ফেরি বন্ধ রয়েছে। তবে ফেরির মাস্টারদের সঙ্গে আলোচনা হচ্ছিল ফেরি চালানোর ব্যাপারে।’ 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘সকাল নয়টা থেকে কেটাইপ ফেরি সুফিয়া কামাল, কুঞ্জলতা ও ক্যামেলিয়া বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে গেছে। তবে ফেরিগুলো ওপার থেকে আবার আসবে কিনা তা নিশ্চিত নই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত