আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ফুপু-ভাতিজির মৃত্যু 

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ২৩
Thumbnail image

গাজীপুর: গাজীপুরের সালনা টেকিবাড়ি এলাকায় জয়দেবপুর-যমুনা সেতু রেললাইনে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে ফুপু-ভাতিজি। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী মোসা. সাজেদা (৪৮) ও জামালপুরের দেওয়ানগঞ্জের কলমাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৪)।

জানা গেছে, নিহত মোরশেদার সঙ্গে মাত্র ৫ দিন আগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কলমাকান্দা এলাকার  অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ৯টার দিকে ঝড় বৃষ্টিতে স্থানীয় কয়েকজনের আম কুড়াতে যায় মোসা. সাজেদা ও মোরশেদা। গাছের আম নিচের রেললাইনের ওপর পড়লে তা কুড়ানোর সময় ট্রেন এসে পড়লে তাঁরা ট্রেনে কাটা পড়ে। ধারণা করা হচ্ছে ঝড়ের সময় বজ্রপাতের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পায়নি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল হক জানান, আজ সকালে ঢাকা রাজশাহী রেল রুটের সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত