আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
শবে কদর ও ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানের হাট-বাজারগুলোতে বাজি-পটকায় সয়লাব হয়ে গেছে। এগুলো বিক্রি করছে শিশু-কিশোররা। ফলে তীব্র এই গরমে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনতে পারে বলে আশঙ্কা অভিভাবক ও স্থানীয়দের। তাই এখনই হাট-বাজার থেকে এই বাজি-পটকা বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ সোমবার বেলা ১১টার দিকে সিরাজদিখান বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন মুদি, ক্রোকারিজ ও কাপড়সহ বিভিন্ন দোকানের সামনে ভ্রাম্যমাণ টেবিলে পসরা বসিয়ে বাজি-পটকা বিক্রি করছে শিশু-কিশোররা। বিপজ্জনক এসব বাজি-পটকা হরহামেশায় কিনছে শিশু-কিশোরেরা। সিরাজদিখান বাজারের পৃথক স্থানে ৮-১০ জন শিশু-কিশোর দিয়ে বিক্রি করানো হচ্ছে এসব বাজি-পটকা। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করছে তারা। এ ছাড়া উপজেলার ইছাপুরা, তালতলা, বালুচর, নিমতলা বাজার সহ বিভিন্ন হাট-বাজারগুলোতে এসব বিস্ফোরক বিক্রি করতে দেখা গেছে।
সিরাজদিখান বাজারের দুধপট্টি নামক এলাকায় টেবিল বসিয়ে বাজি-পটকা বিক্রি করছে এক শিশু। এ সময় জানতে চাইলে সে জানান, কিট-ক্যাটের চেয়েও বিকট আওয়াজ তুলতে সক্ষম ‘চকলেট’ নামের পটকা। এটিও দেখতে গুলের কৌটার মতো। প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ টাকা করে। এর চেয়েও বেশি আওয়াজের জন্য যেগুলো পটকা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এ বিষয়ে তাঁর বাবা ইউসুফ আরও ভালো বলতে পারবেন বলে জানান ওই শিশু।
এ বিষয়ে জানতে কথা হয় মো. ইউসুফের সঙ্গে। এই বাজি-পটকা শিশুরা কিনে নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, এই গুলো বিক্রি করা কি ঠিক?—এমন প্রশ্নের উত্তরে বিক্রেতা ইউসুফ বলেন, ‘এগুলো আর বিক্রি করব না, সব নিয়ে চলে যাব বাড়িতে। আপনারা যেহেতু নিষেধ করছেন তাই আর বিক্রি করব না।’ শিশু ছেলেকে দিয়ে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছেলে আমার সঙ্গে চলে এসে, তাই দোকানে বসিয়ে রাখছি।’
সিরাজদিখান বাজারের আরেক বিক্রেতা মো. সেলিম তাঁর শিশু ছেলেকে দিয়ে বাজি-পটকা বিক্রি করাচ্ছেন। জানতে চাইলে তিনিও জানান এগুলো আর বিক্রি করবেন না।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, ছেলে-মেয়েদের আবদারের কারণে এই ক্ষতিকর জিনিস কিনতে হয় তাঁদের। এখনই এগুলো বিক্রি বন্ধ করা জরুরি বলে মনে করছেন তাঁরা। তাই এসব জিনিসের বিক্রি বন্ধ করতে প্রশাসনের কাছে অনুরোধ জানান অভিভাবকেরা।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া বলেন, ‘ঈদ এলেই হাট-বাজারগুলোতে বাজি-পটকায় সয়লাব হয়ে যায়। কখনো দেখিনি প্রশাসনকে বিক্রি বন্ধ করতে, যদি এগুলো বিক্রি বন্ধ করা হতো, তবে এগুলো উন্মুক্তভাবে বিক্রি করতে পারত না কেউ। এ ছাড়া দেশে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাই আমি মনে করি এগুলো এখন বিক্রি করা একেবারেই নিষিদ্ধ করা জরুরি, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘বাজি-পটকার বিকট আওয়াজে আশপাশের মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে। এতে শ্রাব্যতার পাল্লা অতিক্রম করলে বিকট আওয়াজে কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়াও দীর্ঘদিনের জন্য কানের শ্রবণক্ষমতা হ্রাস পায়। আচমকা আঘাতে স্নায়ু দুর্বল হয়ে বড় ধরনের অসুখের সম্ভাবনাও থাকে। তাই বাজি-পটকা বিক্রি বন্ধ করতে হবে। ’
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘এ বিষয়টি আমি জানার পরে পুলিশ পাঠিয়ে কয়েকটি দোকানের বাজি-পটকা জব্দ করে নিয়ে এসেছি। এরপরও যদি কেউ দোকান বসিয়ে থাকে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শবে কদর ও ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানের হাট-বাজারগুলোতে বাজি-পটকায় সয়লাব হয়ে গেছে। এগুলো বিক্রি করছে শিশু-কিশোররা। ফলে তীব্র এই গরমে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনতে পারে বলে আশঙ্কা অভিভাবক ও স্থানীয়দের। তাই এখনই হাট-বাজার থেকে এই বাজি-পটকা বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ সোমবার বেলা ১১টার দিকে সিরাজদিখান বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন মুদি, ক্রোকারিজ ও কাপড়সহ বিভিন্ন দোকানের সামনে ভ্রাম্যমাণ টেবিলে পসরা বসিয়ে বাজি-পটকা বিক্রি করছে শিশু-কিশোররা। বিপজ্জনক এসব বাজি-পটকা হরহামেশায় কিনছে শিশু-কিশোরেরা। সিরাজদিখান বাজারের পৃথক স্থানে ৮-১০ জন শিশু-কিশোর দিয়ে বিক্রি করানো হচ্ছে এসব বাজি-পটকা। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করছে তারা। এ ছাড়া উপজেলার ইছাপুরা, তালতলা, বালুচর, নিমতলা বাজার সহ বিভিন্ন হাট-বাজারগুলোতে এসব বিস্ফোরক বিক্রি করতে দেখা গেছে।
সিরাজদিখান বাজারের দুধপট্টি নামক এলাকায় টেবিল বসিয়ে বাজি-পটকা বিক্রি করছে এক শিশু। এ সময় জানতে চাইলে সে জানান, কিট-ক্যাটের চেয়েও বিকট আওয়াজ তুলতে সক্ষম ‘চকলেট’ নামের পটকা। এটিও দেখতে গুলের কৌটার মতো। প্রতি পিস বিক্রি হচ্ছে ২৫ টাকা করে। এর চেয়েও বেশি আওয়াজের জন্য যেগুলো পটকা রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এ বিষয়ে তাঁর বাবা ইউসুফ আরও ভালো বলতে পারবেন বলে জানান ওই শিশু।
এ বিষয়ে জানতে কথা হয় মো. ইউসুফের সঙ্গে। এই বাজি-পটকা শিশুরা কিনে নিয়ে দুর্ঘটনা ঘটতে পারে, এই গুলো বিক্রি করা কি ঠিক?—এমন প্রশ্নের উত্তরে বিক্রেতা ইউসুফ বলেন, ‘এগুলো আর বিক্রি করব না, সব নিয়ে চলে যাব বাড়িতে। আপনারা যেহেতু নিষেধ করছেন তাই আর বিক্রি করব না।’ শিশু ছেলেকে দিয়ে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছেলে আমার সঙ্গে চলে এসে, তাই দোকানে বসিয়ে রাখছি।’
সিরাজদিখান বাজারের আরেক বিক্রেতা মো. সেলিম তাঁর শিশু ছেলেকে দিয়ে বাজি-পটকা বিক্রি করাচ্ছেন। জানতে চাইলে তিনিও জানান এগুলো আর বিক্রি করবেন না।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, ছেলে-মেয়েদের আবদারের কারণে এই ক্ষতিকর জিনিস কিনতে হয় তাঁদের। এখনই এগুলো বিক্রি বন্ধ করা জরুরি বলে মনে করছেন তাঁরা। তাই এসব জিনিসের বিক্রি বন্ধ করতে প্রশাসনের কাছে অনুরোধ জানান অভিভাবকেরা।
বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেন্টু মিয়া বলেন, ‘ঈদ এলেই হাট-বাজারগুলোতে বাজি-পটকায় সয়লাব হয়ে যায়। কখনো দেখিনি প্রশাসনকে বিক্রি বন্ধ করতে, যদি এগুলো বিক্রি বন্ধ করা হতো, তবে এগুলো উন্মুক্তভাবে বিক্রি করতে পারত না কেউ। এ ছাড়া দেশে যেহেতু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তাই আমি মনে করি এগুলো এখন বিক্রি করা একেবারেই নিষিদ্ধ করা জরুরি, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, ‘বাজি-পটকার বিকট আওয়াজে আশপাশের মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে। এতে শ্রাব্যতার পাল্লা অতিক্রম করলে বিকট আওয়াজে কানের পর্দা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়াও দীর্ঘদিনের জন্য কানের শ্রবণক্ষমতা হ্রাস পায়। আচমকা আঘাতে স্নায়ু দুর্বল হয়ে বড় ধরনের অসুখের সম্ভাবনাও থাকে। তাই বাজি-পটকা বিক্রি বন্ধ করতে হবে। ’
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ‘এ বিষয়টি আমি জানার পরে পুলিশ পাঠিয়ে কয়েকটি দোকানের বাজি-পটকা জব্দ করে নিয়ে এসেছি। এরপরও যদি কেউ দোকান বসিয়ে থাকে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৯ মিনিট আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
১২ মিনিট আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
১৮ মিনিট আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মাপাড়ে চলছে বেড়িবাঁধের কাজ। সেখান থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, এসব মাটি বাঁধের নিচে দিলে বাঁধ আরও শক্তিশালী থাকত, কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে; যা দেখার কেউ নেই।
১৯ মিনিট আগে