নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই করার অভিযোগে সোহাগ মৃধা (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই রিকশা বিক্রিতে সহায়তা ও কেনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।
পুলিশ সুপার বলেন, গত ১৬ এপ্রিল সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার একটি কলার বাগান থেকে আনু মৃধা (৫৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরমি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে শনাক্ত করে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় সোহাগ মৃধাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে সোহাগ মৃধার দেওয়া তথ্যের সূত্র জানানো হয়, ঘটনার দিন বেলা দেড়টার দিকে রিকশাচালক আনু মৃধাকে শিবরামপুর স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়া মিটিয়ে সদরের চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। পথে একটি কলার বাগানের কাছে গিয়ে বাগানের মধ্যে তার একটি ঘাসের বস্তা আছে বলে থামতে বলে সোহাগ মৃধা। কিছুক্ষণ পরে ফিরে এসে বস্তা উঠিয়ে দেওয়ার কথা বলে আনু মৃধাকে বাগানের মধ্যে নিয়ে যায়। তারপর পেছন থেকে তাঁর গামছা দিয়েই গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করে। পরে রিকশাটি নিয়ে পার্শ্ববর্তী জেলা রাজবাড়ীতে গিয়ে রবিউল নামে এক ব্যক্তির মাধ্যমে এটি ১৭ হাজার টাকায় বিক্রি করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোহাগ মৃধার দেওয়া তথ্যে এ ঘটনায় রিকশা বিক্রিতে সাহায্য করা রবিউল ও ক্রেতা আক্কাস আলী শেখকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আক্কাস আলীর কাছ থেকে ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করে।
ফরিদপুরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই করার অভিযোগে সোহাগ মৃধা (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই রিকশা বিক্রিতে সহায়তা ও কেনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. শাহজাহান।
পুলিশ সুপার বলেন, গত ১৬ এপ্রিল সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার একটি কলার বাগান থেকে আনু মৃধা (৫৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরমি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন তথ্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে শনাক্ত করে গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় সোহাগ মৃধাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে সোহাগ মৃধার দেওয়া তথ্যের সূত্র জানানো হয়, ঘটনার দিন বেলা দেড়টার দিকে রিকশাচালক আনু মৃধাকে শিবরামপুর স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়া মিটিয়ে সদরের চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। পথে একটি কলার বাগানের কাছে গিয়ে বাগানের মধ্যে তার একটি ঘাসের বস্তা আছে বলে থামতে বলে সোহাগ মৃধা। কিছুক্ষণ পরে ফিরে এসে বস্তা উঠিয়ে দেওয়ার কথা বলে আনু মৃধাকে বাগানের মধ্যে নিয়ে যায়। তারপর পেছন থেকে তাঁর গামছা দিয়েই গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করে। পরে রিকশাটি নিয়ে পার্শ্ববর্তী জেলা রাজবাড়ীতে গিয়ে রবিউল নামে এক ব্যক্তির মাধ্যমে এটি ১৭ হাজার টাকায় বিক্রি করে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোহাগ মৃধার দেওয়া তথ্যে এ ঘটনায় রিকশা বিক্রিতে সাহায্য করা রবিউল ও ক্রেতা আক্কাস আলী শেখকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আক্কাস আলীর কাছ থেকে ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করে।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩৭ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে