নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত, আহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লারচরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সোনারগাঁয় উপজেলার আমগতি গ্রামের সোহান ও উজ্জ্বল। এ ঘটনায় আহত ব্যক্তি মিঠু হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। ধাক্কা দেওয়া নসিমনটি আটকের চেষ্টা চলছে।

আহত মিঠু বলেন, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সোহান ও হাসপাতালে ভর্তি করার পর উজ্জ্বল মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত