ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
থানায় সেবা নিতে আসা মানুষদের অনেক ক্ষেত্রেই কাজের জন্য অপেক্ষা করতে হয়। আর তাদের এই অপেক্ষমাণ সময় কাটানোর জন্য টাঙ্গাইলের ভূঞাপুর থানার করা হয়েছে পাঠাগারের ব্যবস্থায়।
‘ছায়া নীড়’ নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম তাঁর বর্তমান কর্মস্থলে ‘ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার’ স্থাপন করেছেন।
এতে থানার ভেতরে সেবাগ্রহীতারা সেবা নিতে এসে অপেক্ষারত লোকজন থানার ভেতরে মুক্ত পাঠাগার থেকে যে কোনো ধরনের বই পড়তে পারছেন। এ ছাড়াও পাঠাগার থেকে রেজিস্ট্রার খাতায় তালিকাবদ্ধ করার মাধ্যমে বাড়িতে নিয়ে গিয়ে বই পড়ার সুবিধা রয়েছে।
জানতে চাইলে ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রায় দুই সপ্তাহ আগে ‘ছায়া নীড়’ নামে একটি সামাজিক সংগঠনের সৌজন্যে থানার ভেতরে এক কোনায় পাঠাগারটি স্থাপন করা হয়েছে। মূলত থানায় নানা ধরনের লোকজন সেবা নিতে আসেন। অনেক সময় তাঁদের অপেক্ষা করতে হয়। অপেক্ষার সময়টুকু সেবাগ্রহীতারা যাতে বই পড়ে কাটান সে লক্ষ্যে থানার ভেতরে এমন একটি পাঠাগার স্থাপন করেছে থানা কর্তৃপক্ষ।
ওসি আরও জানান, মুক্ত পাঠাগারে শিশু কিশোরদের বই থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনা সমগ্র, জীবনী, ছোট গল্প, কবিতা, ভাষাতত্ত্ব, খেলাধুলা, দেশি-বিদেশি গুণী ব্যক্তিদের লেখা নানা ধরনের বই বিজ্ঞানসহ সাহিত্যের প্রায় সকল শাখার শতাধিক বই রয়েছে এই পাঠাগারে। এ ছাড়াও স্থানীয় লেখকদেরও বিভিন্ন ধরনের বই সংগ্রহে রয়েছে।
থানায় সেবা নিতে আসা রফিকুল ইসলাম রবি, ফরমান শেখ ও শেখ রুবেল জানান, থানায় ওসির সঙ্গে একটি বিষয়ে আলোচনা করতে আসেন। তখন ওসিকে অন্য একটি কাজে ব্যস্ত থাকতে দেখেন। পরে অফিসের এক কোনায় পাঠাগার দেখতে পান তাঁরা। অপেক্ষারত সময়ে সেখান থেকে ‘ভূঞাপুরের ইতিহাস ও মুক্তিযুদ্ধ’ এবং ‘ভাষার প্রতি ভালোবাসা’ নামক বই সংগ্রহ করে পড়েন। এভাবে অপেক্ষারত সময়গুলো কাটান তাঁরা।
এ বিষয়ে ওসি ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘সৃজনশীল জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। সে লক্ষ্যে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ও ছায়া নীড় নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার স্থাপন করি। থানায় সেবা নিতে আসা লোকজন এখানে তাদের পছন্দের বই পড়তে পারবেন। এ ছাড়া বই ফেরত দেওয়ার শর্তে বাড়িতে নিয়ে পড়ার সুযোগও রয়েছে।’
থানায় সেবা নিতে আসা মানুষদের অনেক ক্ষেত্রেই কাজের জন্য অপেক্ষা করতে হয়। আর তাদের এই অপেক্ষমাণ সময় কাটানোর জন্য টাঙ্গাইলের ভূঞাপুর থানার করা হয়েছে পাঠাগারের ব্যবস্থায়।
‘ছায়া নীড়’ নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম তাঁর বর্তমান কর্মস্থলে ‘ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার’ স্থাপন করেছেন।
এতে থানার ভেতরে সেবাগ্রহীতারা সেবা নিতে এসে অপেক্ষারত লোকজন থানার ভেতরে মুক্ত পাঠাগার থেকে যে কোনো ধরনের বই পড়তে পারছেন। এ ছাড়াও পাঠাগার থেকে রেজিস্ট্রার খাতায় তালিকাবদ্ধ করার মাধ্যমে বাড়িতে নিয়ে গিয়ে বই পড়ার সুবিধা রয়েছে।
জানতে চাইলে ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রায় দুই সপ্তাহ আগে ‘ছায়া নীড়’ নামে একটি সামাজিক সংগঠনের সৌজন্যে থানার ভেতরে এক কোনায় পাঠাগারটি স্থাপন করা হয়েছে। মূলত থানায় নানা ধরনের লোকজন সেবা নিতে আসেন। অনেক সময় তাঁদের অপেক্ষা করতে হয়। অপেক্ষার সময়টুকু সেবাগ্রহীতারা যাতে বই পড়ে কাটান সে লক্ষ্যে থানার ভেতরে এমন একটি পাঠাগার স্থাপন করেছে থানা কর্তৃপক্ষ।
ওসি আরও জানান, মুক্ত পাঠাগারে শিশু কিশোরদের বই থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্য, সাহিত্য, বিনোদন, রাজনীতি, অর্থনীতি, উপন্যাস, প্রবন্ধ, রচনা সমগ্র, জীবনী, ছোট গল্প, কবিতা, ভাষাতত্ত্ব, খেলাধুলা, দেশি-বিদেশি গুণী ব্যক্তিদের লেখা নানা ধরনের বই বিজ্ঞানসহ সাহিত্যের প্রায় সকল শাখার শতাধিক বই রয়েছে এই পাঠাগারে। এ ছাড়াও স্থানীয় লেখকদেরও বিভিন্ন ধরনের বই সংগ্রহে রয়েছে।
থানায় সেবা নিতে আসা রফিকুল ইসলাম রবি, ফরমান শেখ ও শেখ রুবেল জানান, থানায় ওসির সঙ্গে একটি বিষয়ে আলোচনা করতে আসেন। তখন ওসিকে অন্য একটি কাজে ব্যস্ত থাকতে দেখেন। পরে অফিসের এক কোনায় পাঠাগার দেখতে পান তাঁরা। অপেক্ষারত সময়ে সেখান থেকে ‘ভূঞাপুরের ইতিহাস ও মুক্তিযুদ্ধ’ এবং ‘ভাষার প্রতি ভালোবাসা’ নামক বই সংগ্রহ করে পড়েন। এভাবে অপেক্ষারত সময়গুলো কাটান তাঁরা।
এ বিষয়ে ওসি ও পাঠাগারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘সৃজনশীল জাতি গঠনে পাঠাগারের গুরুত্ব অপরিসীম। সে লক্ষ্যে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ও ছায়া নীড় নামে একটি সংগঠনের সৌজন্যে ভূঞাপুর থানা মুক্ত পাঠাগার স্থাপন করি। থানায় সেবা নিতে আসা লোকজন এখানে তাদের পছন্দের বই পড়তে পারবেন। এ ছাড়া বই ফেরত দেওয়ার শর্তে বাড়িতে নিয়ে পড়ার সুযোগও রয়েছে।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৪ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে