Ajker Patrika

ফায়ার কর্মীকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক আটক

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০: ০১
মোঃ সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত
মোঃ সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী সোহনুর জামান নয়নকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাকচালককে আটক করে সাধারণ জনতা। বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে বেপরোয়া গতিতে চালানো ট্রাক ধাক্কা দিয়ে পালানোর সময় গণপূর্ত ভবনের সামনে থেকে এর চালককে আটক করা হয়।

উপস্থিত জনতা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে পালানোর জন্য চালক ট্রাকের গতি বাড়িয়ে দেন। দ্রুতগতির ট্রাকটি গণপূর্ত ভবনের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সচিবালয়ে আগুন দেখতে আসা শিক্ষার্থীরা সামনে ব্যারিকেড দেন। বাধ্য হয়ে ট্রাক থামিয়ে চালককে নামানো হয় এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। উত্তেজিত জনতা চালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে শেষরক্ষা হয়নি আহত ফায়ার কর্মী সোহানুর জামান নয়নের। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিজি বলেন, ‘পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সোহানুর জামান তেজগাঁও স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।’

এ ঘটনায় আরেক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাঁর একটি পায়ে গুরুতর আঘাত লাগলেও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত