ধামরাইয়ে থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, চালক ও সহকারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার
Thumbnail image
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, পিকআপের চালক কাঞ্চন (২৩) ও তাঁর সহকারী আশরাফুল (১৯)।

কাঞ্চন জামালপুর সদর উপজেলার আনিসুর রহমানের ছেলে। আশরাফুল নেত্রকোনার বারহাট্টা উপজেলার রোদনূর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ঢাকাগামী লেনে একটি ইটবোঝাযই ট্রাক থেমে ছিল। শনিবার দিবাগত রাত একটার দিকে ট্রাকটিকে পেছন থেকে আসা একটি পিকআপ জোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই মারা যান।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ঘটনার পর ইটবোঝাই ট্রাক ও পিকআপ আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত