Ajker Patrika

হোসেনপুরে হরতালের সমর্থনে বিএনপির লাঠিমিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২১: ০৭
হোসেনপুরে হরতালের সমর্থনে বিএনপির লাঠিমিছিল

কিশোরগঞ্জের হোসেনপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত ও আগামীকাল শনিবার হরতালের সমর্থনে উপজেলা বিএনপির উদ্যোগে লাঠিমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে লাঠিসহ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। 

লাঠিমিছিল বের করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ। তিনি বলেন, মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢেকিয়া এলাকায় গিয়ে শেষ হয়।

আবুল হাসিম ছাড়াও লাঠিমিছিলে অংশ নেন বিএনপি নেতা এ আই খান শিবলু, রবিউল আলম রবিন, আ ফ ম জহিরুল ইসলাম মাস্টার, মহসিন সিরাজী, শফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের আহ্বায়ক শাফায়েতুল ইসলাম সম্রাটসহ শতাধিক নেতা-কর্মী। 

আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থন ও ভোটাররা ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য মিছিলকারীরা জনগণকে আহ্বান জানান। মিছিলকারীদের উপস্থিতি টের পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা রাস্তায় টহল দিতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত