নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর নিজ ঘর থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও পুলিশের ধারণা—ছুরিকাঘাতে আহত স্ত্রী মারা গেছেন ধারণা করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আজ বুধবার সকালে নরসিংদী পৌর এলাকার কাউরিপাড়া মহল্লার খোকন মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আকতার হোসেন (৪০)। তিনি সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী এলাকার মলিল মিয়ার ছেলে। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার শিল্পীকে (২৫) ও প্রথম স্ত্রীর মেয়েকে নিয়ে ওই পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আকতার হোসেন পেশায় একজন ফল বিক্রেতা ছিলেন।
এ দিকে স্বামীর নির্যাতনে আহত মাহমুদা আক্তার শিল্পী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও পুলিশ বলছে, ৮ বছর আগে আকতার হোসেন ও মাহমুদা আক্তার শিল্পীর বিয়ে হয়। এরপর থেকে দ্বিতীয় স্ত্রী শিল্পীকে নিয়ে কাউরিপাড়া মহল্লার খোকন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে বাজার করে বাসায় ফেরেন আক্তার হোসেন। এ সময় পারিবারিক কলহের জের ধরে তর্কে জড়ায় স্বামী-স্ত্রী। একপর্যায়ে স্ত্রী মাহমুদা আক্তার শিল্পীকে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী আক্তার হোসেন। পরে প্রথম স্ত্রীর কন্যা আহত শিল্পীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে বাসায় থাকা আকতার হোসেন তাঁর রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ফাস নেয়। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আক্তারের প্রথম স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমি শ্বশুর-শাশুড়ির সঙ্গে টাউয়াদিতে বসবাস করি। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে (আকতার হোসেন) আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মা-বাবার সঙ্গেও যোগাযোগ করত না। আজ সকালে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।’
নিহতের খালা সাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আক্তার তাঁর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিল। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রী শিল্পী তা রাখতে দিতে চাইতো না। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় আজকের ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।’
নরসিংদীতে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর নিজ ঘর থেকে স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও পুলিশের ধারণা—ছুরিকাঘাতে আহত স্ত্রী মারা গেছেন ধারণা করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
আজ বুধবার সকালে নরসিংদী পৌর এলাকার কাউরিপাড়া মহল্লার খোকন মিয়ার বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আকতার হোসেন (৪০)। তিনি সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী এলাকার মলিল মিয়ার ছেলে। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী মাহমুদা আক্তার শিল্পীকে (২৫) ও প্রথম স্ত্রীর মেয়েকে নিয়ে ওই পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। আকতার হোসেন পেশায় একজন ফল বিক্রেতা ছিলেন।
এ দিকে স্বামীর নির্যাতনে আহত মাহমুদা আক্তার শিল্পী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও পুলিশ বলছে, ৮ বছর আগে আকতার হোসেন ও মাহমুদা আক্তার শিল্পীর বিয়ে হয়। এরপর থেকে দ্বিতীয় স্ত্রী শিল্পীকে নিয়ে কাউরিপাড়া মহল্লার খোকন মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালে বাজার করে বাসায় ফেরেন আক্তার হোসেন। এ সময় পারিবারিক কলহের জের ধরে তর্কে জড়ায় স্বামী-স্ত্রী। একপর্যায়ে স্ত্রী মাহমুদা আক্তার শিল্পীকে ছুরি দিয়ে আঘাত করেন স্বামী আক্তার হোসেন। পরে প্রথম স্ত্রীর কন্যা আহত শিল্পীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে বাসায় থাকা আকতার হোসেন তাঁর রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ফাস নেয়। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আক্তারের প্রথম স্ত্রী সুমি আক্তার বলেন, ‘আমি শ্বশুর-শাশুড়ির সঙ্গে টাউয়াদিতে বসবাস করি। দ্বিতীয় বিয়ের পর থেকেই সে (আকতার হোসেন) আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি মা-বাবার সঙ্গেও যোগাযোগ করত না। আজ সকালে শুনতে পাই সে আত্মহত্যা করেছে।’
নিহতের খালা সাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আক্তার তাঁর বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিল। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রী শিল্পী তা রাখতে দিতে চাইতো না। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হতো। এরই ধারাবাহিকতায় আজকের ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি গুরুতর আহত শিল্পীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে।’
নাম রাকিব হোসেন। তবে পরিচিত ‘ভাইপো রাকিব’ নামে। গত দেড় দশক যশোর শহরের শংকরপুরে ত্রাস ছিলেন তিনি। ৮টি হত্যা মামলাসহ ২৫ মামলার আসামি। আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিলেন। এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা করছেন।
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশে বসানো হয়েছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। ভিআইপি চলাচলের সময় এসব উচ্ছেদ করা হলেও পরক্ষণেই তা আবার বসে যাচ্ছে। এ কারণে চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিণত হয়েছে দুই লেনে। ফলে যানজটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগেডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১২ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
১২ ঘণ্টা আগে