Ajker Patrika

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬: ২৪
টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এর আগে গতকাল সোমবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল সোমবার রাতে প্রেসক্লাবে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল হাসান রিপন বলেন, ‘টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লার বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ, কমিটি পূর্ণাঙ্গ না করা, টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্রে বিবাহিতদের কোনো স্থান নেই। লিংকন মোল্লা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।’

লিখিত বক্তব্যে কাবুল হাসান রিপন বলেন, ‘এ ছাড়া পিরোজপুরের এক লোককে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা নিয়েছেন লিংকন মোল্লা। কাজ করে দিতে না পারায় সেই টাকা ফেরত চাইলে তাঁকে উল্টো হুমকি দেওয়া হয়। যার প্রমাণ রয়েছে আমাদের কাছে। তাঁর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। তাঁকে পাটগাতী গ্রামের একটি বাড়ি থেকে মেয়েসহ হাতেনাতে ধরা হয়েছিল আপত্তিকর অবস্থায়। এ ছাড়া টুঙ্গিপাড়া থানায় তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।’

ছাত্রলীগের এই নেতা অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সংগঠনের অন্য নেতৃবৃন্দকে না জানিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা সংগঠনের নেতা-কর্মীদের হেনস্তা করে থাকেন। বিভিন্ন সময় নেতা-কর্মীদের বহিষ্কারের হুমকিও দেন। তাই আমরা তাঁর বহিষ্কারের দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তানভীর ইসলাম সজল, শেখ সোহেল, সাজেদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক শাহীন বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব, সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।

তবে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগের বিষয়ে মুখ খোলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা। তিনি লিখিত বক্তব্যে তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মেয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। কিন্তু এখনো বিয়ে হয়নি। আর আমি কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। বিভিন্ন কারণে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সময় না দেওয়ায় কমিটি এখনো পূর্ণাঙ্গ করতে পারিনি। মূলত আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

লিংকন মোল্লা আরও বলেন, ‘যেসব ছাত্রলীগ নেতা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের মধ্যে সহসভাপতি শেখ সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহিন বিশ্বাস ছাত্রলীগে অনুপ্রবেশকারী।’ সহসভাপতি শেখ সোহেল বিএনপি ও শাহিন বিশ্বাস জামায়াতসংশ্লিষ্ট বলেও অভিযোগ করেন লিংকন মোল্লা।

 টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকাএ সময় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হকসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ মার্চ শামসুল হককে সভাপতি ও লিংকন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ। তখন সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু এক বছরের বেশি সময়েও উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত