Ajker Patrika

শ্রমিক লীগ নেতা হত্যা মামলার আসামি শিক্ষককে সাময়িক বরখাস্ত

বালিয়াকান্দি, রাজবাড়ী
শ্রমিক লীগ নেতা হত্যা মামলার আসামি শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মো. আজিজ মহাজনকে (৪০) কুপিয়ে হত্যা মামলার আসামি সহকারী শিক্ষক সাজিদ হাসান রাফিকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তিনি উপজেলার গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। 

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল গত বুধবার সাময়িক বরখাস্তের অফিস আদেশে সই করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক। 

আশরাফুল হক জানান, সাজিদ হাসান রাফি শ্রমিক লীগ নেতা হত্যা মামলার সাত নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে গত ১৬ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর ওই রাতেই তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। গত ১৭ অক্টোবর থেকে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক তিনি ভাতা পাবেন। 

স্থানীয় গড়াই নদীর জেগে ওঠা চরকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর রাতে শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ১৬ অক্টোবর আজিজের বড় ভাই মো. আব্দুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই র‍্যাব-১০ বিশেষ অভিযান চালিয়ে সাজিদ হাসান রাফি ও তাঁর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে। বর্তমান সাজিদ হাসান রাফি কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত