টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১০: ৫১
Thumbnail image

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক। আজ শুক্রবার ভোরে সড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে। আহত কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন এ তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে উত্তরাঞ্চল থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও তাঁর সহকারী নিহত হন। আহত হন কাভার্ড ভ্যানের চালক। 

শাহাদাত হোসাইন আরও বলেন, দুজনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত