গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালে পাবনার ঢালারচর এলাকার জেলে মৈজাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঘাট এলাকার জেলেরা জানান, বেশ কিছুদিন ধরেই পদ্মায় বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মৈজাল হালদার আজ সকালে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জাল ফেললে তাঁর জালে বোয়ালটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই বেশ খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দেলোয়ার মৎস্য আড়তে নিয়ে যান মৈজাল হালদার। সেখান থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে ৩৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মৈজাল হালদার জানান, শুক্রবার সকালে কয়েকজন মিলে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে জাল তোলার সময় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে টেনে নৌকায় তুলতেই দেখা যায় সেটি বড় আকারের একটি বোয়াল।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি দেলোয়ারের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। পরে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মা নদীতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।’
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার সকালে পাবনার ঢালারচর এলাকার জেলে মৈজাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঘাট এলাকার জেলেরা জানান, বেশ কিছুদিন ধরেই পদ্মায় বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না। মৈজাল হালদার আজ সকালে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জাল ফেললে তাঁর জালে বোয়ালটি আটকা পরে। অনেক দিন পরে মাছ পেয়ে সবাই বেশ খুশি। পরে মাছটি বিক্রির জন্য বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটে অবস্থিত দেলোয়ার মৎস্য আড়তে নিয়ে যান মৈজাল হালদার। সেখান থেকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার টাকা কেজি দরে ৩৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
মৈজাল হালদার জানান, শুক্রবার সকালে কয়েকজন মিলে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে জাল তোলার সময় ঝাঁকুনিতে বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে টেনে নৌকায় তুলতেই দেখা যায় সেটি বড় আকারের একটি বোয়াল।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, মাছটি দেলোয়ারের আড়ত ঘরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নেই। পরে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ‘পদ্মা নদীতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ দেখা যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে