Ajker Patrika

শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, নিহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১০: ০২
শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, নিহত ৩

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়া পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

নিহতরা হলো শাওন (১৭), জীম (১৭) ও রিফাত (১৮)। তারা সবাই শহরের খানপুর ও ডন চেম্বার এলাকার বাসিন্দা।

নিহতদের পরিবার ও নৌকায় থাকা অন্যদের কাছ থেকে জানা যায়, গতকাল রাতে কয়েকজন বন্ধু মিলে বন্দরের কদমরসুল দরগার মেলায় যায়। ফেরার পথে একটি বড় জাহাজ তাদের নৌকার পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ে কাছাকাছি থাকা দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি নৌকা ডুবে যায়।

নৌকায় থাকা তামিম নামে এক কিশোরের বাবা সবুজ বলেন, ‘আমার ছেলে ওই নৌকায় ছিল। মেলা দেখে ফেরার পথে জাহাজের সৃষ্ট ঢেউয়ের কারণে দুটি নৌকার মধ্যে সংঘর্ষে আমাদের ছেলের নৌকাটি ডুবে যায়। এ সময় আমার ছেলে সাঁতরে পাড়ে আসে।’

এ বিষয়ে ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা প্রথমে খবর পাই, নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হয়েছে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করি। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। বাকি বিস্তারিত তদন্তের পর বলা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত