Ajker Patrika

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

গাজীপুরে টঙ্গীতে ট্রেনের ধাক্কায় সাগর (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে টঙ্গী বনমালা রেলগেটে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিজবাখাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে। তিনি বনমালা জহির মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করেছি। লাশটির ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’ 

পুলিশ জানায়, শনিবার রাতে ওই যুবক রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা কমলাপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত