শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।’
পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের শ্রমিক রুবেল হোসেন বলেন, গত জুলাই মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েছে, কিন্তু আমাদের বকেয়া বেতন পরিশোধ করেনি।
কারখানার শ্রমিক রুবি আক্তার বলেন, ‘এক মাসের বেতন বকেয়া রয়েছে। আরেক মাসের বেতনের সময় হয়ে গেছে, তবু বেতন পাচ্ছি না। এক মাস বেতন না পেলে আমরা কীভাবে চলি? খেয়ে-না খেয়ে চলছে আমাদের সংসার। বেতন পেলে দোকান বাকি আর বাসাভাড়া দিতে হয়। এগুলোর জন্য আমাদের চাপ সইতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় চলে এসেছি। একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। আমাদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যাচ্ছেন।’
পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে আলোচনা হচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেড কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। বকেয়া বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।’
পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের শ্রমিক রুবেল হোসেন বলেন, গত জুলাই মাসের বেতন এখনো কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করছে না। বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েছে, কিন্তু আমাদের বকেয়া বেতন পরিশোধ করেনি।
কারখানার শ্রমিক রুবি আক্তার বলেন, ‘এক মাসের বেতন বকেয়া রয়েছে। আরেক মাসের বেতনের সময় হয়ে গেছে, তবু বেতন পাচ্ছি না। এক মাস বেতন না পেলে আমরা কীভাবে চলি? খেয়ে-না খেয়ে চলছে আমাদের সংসার। বেতন পেলে দোকান বাকি আর বাসাভাড়া দিতে হয়। এগুলোর জন্য আমাদের চাপ সইতে হচ্ছে। তাই বাধ্য হয়ে রাস্তায় চলে এসেছি। একটু আগে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন। আমাদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যাচ্ছেন।’
পিক-অফ গার্মেন্টস অ্যান্ড প্রিন্ট লিমিটেডের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে বকেয়া বেতনের বিষয়ে আলোচনা হচ্ছে।
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের লাশ সাত মাস মর্গে থাকার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে লাশটি হস্তান্তর করে পুলিশ। জেলা শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ মিনিট আগেচট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারসংলগ্ন কর্ণফুলী নদীতে ভেসে আসা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি দল। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে নগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
২ মিনিট আগেচট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। সংস্থাটি পরিবেশ সচিব ও চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে ‘ডিমান্ড অব জাস্টিস’ নোটিশ প্রসঙ্গে তাগাদাপত্র দিয়েছে।
৯ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
২২ মিনিট আগে