মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকসহ চারজনের ওপর হামলা করার অভিযোগ উঠেছে এক রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
আটকেরা হলেন মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের হৃদয় জমাদ্দার (২৪) ও ঝাউদি এলাকার রিফাত ইসলাম (২৪)।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার হাজির হাওলা গ্রামের সাইফুল জমাদ্দার (২২) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকায় ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ডবয় সামচুর রহমান (৫৫)। এতে সাইফুলের সঙ্গে থাকা তাঁর ভাই হৃদয় জমাদ্দার ও তাঁদের লোকজন ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরীর ওপর হামলা চালান।
হাসপাতাল ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চিকিৎসক সালমানকে রক্ষা করতে স্টাফরা এগিয়ে আসেন। এ সময় ওয়ার্ডবয় সামচুর রহমান (৩০), ট্রলিবয় হালান ব্যাপারী (২৮) ও আকাশ সরদারকে (২০) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে হৃদয় জমাদ্দার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এতে আহত চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ হৃদয় ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দেরি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকসহ চারজনের ওপর হামলা করার অভিযোগ উঠেছে এক রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।
আটকেরা হলেন মাদারীপুর সদর উপজেলার হাজির হাওলা গ্রামের হৃদয় জমাদ্দার (২৪) ও ঝাউদি এলাকার রিফাত ইসলাম (২৪)।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘হাসপাতালে চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুজনকে থানায় নিয়ে এসেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার হাজির হাওলা গ্রামের সাইফুল জমাদ্দার (২২) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। এ সময় অন্য কাজ থাকায় ব্যবস্থাপত্রে নাম লিখতে দেরি করেন ওয়ার্ডবয় সামচুর রহমান (৫৫)। এতে সাইফুলের সঙ্গে থাকা তাঁর ভাই হৃদয় জমাদ্দার ও তাঁদের লোকজন ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগের চিকিৎসক সালমান চৌধুরীর ওপর হামলা চালান।
হাসপাতাল ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, চিকিৎসক সালমানকে রক্ষা করতে স্টাফরা এগিয়ে আসেন। এ সময় ওয়ার্ডবয় সামচুর রহমান (৩০), ট্রলিবয় হালান ব্যাপারী (২৮) ও আকাশ সরদারকে (২০) পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে হৃদয় জমাদ্দার ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এতে আহত চারজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ হৃদয় ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপিকে জিজ্ঞেস না করে কেন গরু বিতরণ করা হচ্ছে, এ অভিযোগ তুলে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীনকে নাজেহাল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
১১ মিনিট আগেঅপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর সৈয়দপুরে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার শহরের মুন্সিপাড়া জাসদ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৪ মিনিট আগেমাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
১৯ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
৩৮ মিনিট আগে