Ajker Patrika

এনজিও কর্মীর কাছ থেকে কিস্তির টাকা ছিনতাই 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
এনজিও কর্মীর কাছ থেকে কিস্তির টাকা ছিনতাই 

নরসিংদীর রায়পুরায় রুবিয়া বেগম (৪০) নামে ব্র্যাক এনজিওর কর্মীর কাছ থেকে উত্তোলিত ৩ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ রোববার আনুমানিক দুপুর সাড়ে ১২টায় রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর বাজারের পাশে আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে। 

রুবিয়া রায়পুরার জাহাঙ্গীরনগর ব্র্যাকের একজন মাঠ কর্মী। তার বাড়ি বেলাব উপজেলার পাহাড় আমলাব এলাকায়। 

ভুক্তভোগী রুবিয়া বেগম বলছে, প্রতি সপ্তাহের মতো গ্রামে গ্রাহকদের বাড়ি বাড়ি ঘুরে আদায়কৃত কিস্তির টাকা ব্যাগে করে নিয়ে অফিসে ফিরছিলেন। তার কাছে ৩ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা ছিল। ফেরার পথে লোচনপুর বাজারের পাশে রাস্তায় অপরিচিত প্রাইভেটকার থেকে অজ্ঞাতনামা ৪-৫ জন মাস্ক পরিহিত ছিনতাইকারী তাঁর স্কুটির গতিরোধ করে। প্রাণনাশের হুমকি দিয়ে জোর জবরদস্তি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। 

ব্র্যাকের রায়পুরা উপজেলা ফিল্ড অর্গানাইজার শরীফা বেগম বলেন, এ ঘটনার পর ওই কর্মী অফিসে এসে ঘটনা খুলে বলে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত