থানায় অভিযোগ বা জিডি হলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান ও প্রয়োজনে মামলা রুজু করতে হবে। দ্রুত পদক্ষেপ নেওয়া হলে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে।

আজ বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশের ভূমিকার জন্য গত জুলাই-আগস্টে সুনাম ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে গিয়ে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আচরণ ও নৈতিকতা এমন হতে হবে, যা অন্যদের জন্য অনুকরণীয়।’

অপরাধীদের গ্রেপ্তার ও তাদের বিচারের আওতায় আনতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘কোনো খুনের ঘটনা যেন অপমৃত্যু হিসেবে রেকর্ড না হয়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।’

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা। ছবি: আজকের পত্রিকা
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে উদ্যোগ নেওয়ার পাশাপাশি নাগরিকদের নিয়ে সিটিজেন ফোরাম গঠনের কথাও জানান তিনি।

সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত