Ajker Patrika

শিবচরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজের ৬ ঘণ্টা পর রাকিব খান (১৯) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে রাকিব খানের লাশ উদ্ধার করা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রাকিব খান শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। তিনি শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১টার দিকে বাড়ি থেকে বের হয় রাকিব খান। পরে আর ফিরে আসেনি। একপর্যায়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবচর থানার ওসি সুব্রত কুমার গোলদার বলেন, পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত