বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১৯: ৫৭
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগীরা। ছবি: আজকের পত্রিকা

বিদেশে উচ্চশিক্ষার কথা বলে অর্থ আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার ডিআরইউ এর সাগর-রুণি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে তারা এ সমস্যা নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বিদেশি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি জমা দেওয়ার নামে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে গড়ে প্রায় ২০ লাখ টাকা করে নেয়, কিন্তু পরে এসব টাকা বিদেশি প্রতিষ্ঠানে জমা না দিয়ে তারা আত্মসাৎ করে।

মারিয়া নামে এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, তার কাছ থেকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক প্রায় ৫৪ লাখ টাকা নেয়।

শিক্ষার্থীরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, ‘ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আমরণ অনশন করব।’

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে সকল পাওনা অর্থ জরিমানা সহ ফেরত দেওয়া, প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত