ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন শরিফুল ইসলাম (২৮) ও সাইফুল ইসলাম (৩০)।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, নিহত শরিফুলের ৫৭ শতাংশ ও সাইফুলের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক (৩০)। তাঁর শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিশগিরিপাড়া গ্রামে।
শরিফুলের বাড়ি রংপুর সদর উপজেলার আসরতপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সামাদ। সাইফুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারুয়জানি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকত।
বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ ও জাকারিয়া ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে এই ৫ জন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই শ্রমিক মারা গেছেন। তাঁরা হলেন শরিফুল ইসলাম (২৮) ও সাইফুল ইসলাম (৩০)।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, নিহত শরিফুলের ৫৭ শতাংশ ও সাইফুলের ৬০ শতাংশ দগ্ধ ছিল।
এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল হক (৩০)। তাঁর শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। মোজাম্মেলের বাবার নাম নুর হোসেন। গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিশগিরিপাড়া গ্রামে।
শরিফুলের বাড়ি রংপুর সদর উপজেলার আসরতপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সামাদ। সাইফুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বারুয়জানি গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জ এলাকাতেই থাকত।
বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ ও জাকারিয়া ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে এই ৫ জন কারখানাটির ভেতর একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।
সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি বাংলার জ্যোতি ও এমভি বাংলার সৌরভ জাহাজ দুটি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দুটির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা।
১ মিনিট আগেবরখাস্ত পুলিশ সুপার (এসপি) এস এম ফজলুল হক এবার নাটোর আদালত চত্বরে কয়েক সাংবাদিককে মারধর করলেন। স্ত্রী মেহনাজ আকতার আমিনের দায়ের করা নারী নির্যাতনের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে এসেছিলেন ফজলুল হক। এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার সময় হাতকড়া না পরানোর সুযোগে ফজলুল হক চড়াও হন
৬ মিনিট আগে৫ দফা দাবিতে সিলেটের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হাসপাতালগুলোতে জরুরি ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে চিকিৎসকেরা রোগী দেখবেন না।
৭ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার (১০ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেলে মারা যান।
১২ মিনিট আগে