Ajker Patrika

রাজধানীর বিজয়নগরে আন্দোলনে অসুস্থ গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ সিং (৪০)। তিনি গাজীপুর জয়দেবপুরের স্টাইল ক্র্যাফট লিমিটেডের জ্যেষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ। সহকর্মীরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান, গাজীপুরের ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেন রামপ্রসাদ সিং। কারখানায় ২০১৯ সালের পর থেকে বেতন-ভাতা অনিয়মিত। কয়েক মাস পর এক মাসের বেতন পরিশোধ করা হয়। সর্বশেষ গত ১৪ মাসের বেতন-ভাতা বাকি। এই বেতন-ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তাঁরা। পাঁচ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রম ভবনের সামনে আড়াই শ শ্রমিক আন্দোলন করে আসছিলেন।

কারখানাটির কোয়ালিটি এক্সিকিউটিভ দ্বীন ইসলাম জানান, আন্দোলনরত অবস্থায় কোয়ালিটি নির্বাহী রামপ্রসাদ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত রামপ্রসাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। থাকতেন গাজীপুর চৌরাস্তা লক্ষ্মীপুরা এলাকায়।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে বিজয়নগর থেকে ওই ব্যক্তির সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

কালো টাকা সাদা করেছেন সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

চেয়ার দখল করে চাকরি হারালেন বিএমডিএ প্রকৌশলী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত