মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নাহিদ কটন মিলের প্রায় তিন হাজার শ্রমিক তাদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক সালাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললে বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
নাহিদ কটন মিলের শ্রমিকেরা জানান, বিজিএমইএর নতুন বেতন কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন দাবি করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত বেতন দিয়ে আসছিল। এ নিয়ে তাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে মিল থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আগামী মাস থেকে নতুন বেতন স্কেলে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন।
টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত নাহিদ কটন মিলের প্রায় তিন হাজার শ্রমিক তাদের বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক সালাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বললে বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।
নাহিদ কটন মিলের শ্রমিকেরা জানান, বিজিএমইএর নতুন বেতন কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন দাবি করে আসছিলেন। কিন্তু মিল কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত বেতন দিয়ে আসছিল। এ নিয়ে তাদের সঙ্গে মিল কর্তৃপক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে মিল থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক জানান, শ্রমিকদের মহাসড়ক অবরোধের খবর পাওয়ার পর ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন শাহিন, মির্জাপুর থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাক পরিদর্শক সালাহ উদ্দিন জানান, আগামী মাস থেকে নতুন বেতন স্কেলে শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
৩ ঘণ্টা আগে